আফিফের এক হাজার রান
ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে চার মেরে এক হাজার টি-টোয়েন্টি রান পূর্ণ করলেন আফিফ হোসেন। ৫৫তম ইনিংসে এই মাইলফলকে পৌঁছান তিনি।
আফ্রিদির চতুর্থ শিকার তাসকিন
শাহীন শাহ আফ্রিদি তার শেষ ওভারে পেলেন আরেকটি উইকেট। তাসকিন আহমেদকে ১ রানে বাবর আজমের ক্যাচ বানান পাকিস্তানি পেসার। ১৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ১১৬ রান।
আফ্রিদির জোড়া আঘাতে মোসাদ্দেক-সোহানের বিদায়
শাহীন শাহ আফ্রিদি ডেথ ওভারে বল হাতে নিয়েই পেলেন উইকেট। ১৭তম ওভারের দ্বিতীয় বলে ইয়র্কারে বোল্ড করেন মোসাদ্দেক হোসেনকে। ১১ বলে মাত্র ৫ রান করেন বাংলাদেশি ব্যাটসম্যান।
তিন বল পর নুরুল হাসান সোহানকে খালি হাতে ফেরান। ৩ বল খেলে ডাক মারেন তিনি ডিপ পয়েন্টে মোহাম্মদ হারিসের ক্যাচ হয়ে। ১৬.৫ ওভারে ৬ উইকেটে ১০৭ রান বাংলাদেশের।
বাংলাদেশের একশ
১৬তম ওভারের প্রথম বলে নাসিম শাহকে কভার পয়েন্ট দিয়ে চার মেরে বাংলাদেশকে একশতে নেন আফিফ হোসেন। তার আগের বলে দুই রান নিতে গিয়ে রান আউট থেকে বেঁচে যান তিনি। বোলিং এন্ডে স্টাম্প ভাঙার আগে মোহাম্মদ ওয়াসিমের হাত থেকে বল ফসকে যায়। ১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৬ রান।
চার মারার পর বোল্ড শান্ত
হাফ সেঞ্চুরি করে নাজমুল হোসেন শান্ত ১৪তম ওভারের প্রথম বলে লং অফ দিয়ে চার মেরে উল্লাসে ভাসান গ্যালারির দর্শকদের। কিন্তু পরের বলেই কভার ড্রাইভ খেলতে গিয়ে ইফতিখার আহমেদের কাছে বোল্ড। ৪৮ বলে ৭ চারে ৫৪ রানে থামলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৪ ওভারে ৪ উইকেটে ৯২ রান বাংলাদেশের।
বিশ্বকাপে শান্তর দ্বিতীয় হাফ সেঞ্চুরি
৪৬ বলে এই বিশ্বকাপে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। ১৩তম ওভারের চতুর্থ বলে একটি রান নিয়ে পঞ্চাশে পৌঁছান তিনি। বাংলাদেশের এই ব্যাটসম্যান ফিফটি করলেন ছয় চারে। তার সঙ্গে ক্রিজে আছেন আফিফ হোসেন।
১৩ ওভারে ৩ উইকেটে ৮৭ রান বাংলাদেশের।
শাদাবের জোড়া আঘাত
শাদাব খান তার তৃতীয় ওভারে দুটি উইকেট তুলে নিয়েছেন। ১১তম ওভারে চতুর্থ বলে রিভার্স সুইপ করে পয়েন্টে শান মাসুদের ক্যাচ হন সৌম্য সরকার। ১৭ বলে ১ চার ও ১ ছয়ে ২০ রান করেন তিনি।
পরের বলে সাকিব আল হাসানের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন। আম্পায়ার আঙুল তুলে দেন। বাংলাদেশের অধিনায়ক রিভিউ নিয়েও সিদ্ধান্ত পাল্টাতে পারেননি। ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান বাংলাদেশের।
১০ ওভারে বাংলাদেশের ৭০ রান
পাওয়ার প্লে শেষ হওয়ার পর নাজমুল হোসেন শান্ত পরের তিন ওভারের প্রতিটিতে একটি করে চার মেরেছেন। তাতে ১০ ওভারে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৭০ রান। শান্ত ৩৭ বলে ৪১ রানে অপরাজিত, সৌম্য সরকার ১৫ বলে ১৮ রানে খেলছেন।
পাওয়ার প্লেতে বাংলাদেশের ৪০
লিটন দাস আউট হওয়ার পরের ওভারে ১৩ রান তুলে নেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। চার ওভার শেষে স্কোর ছিল ১ উইকেটে ৩৪ রান।
পাওয়ার প্লের শেষ দুই ওভারে খুব একটা সুবিধা করতে পারেননি এই দুই ব্যাটসম্যান, আসে মাত্র ৬ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে শাহীন শাহ আফ্রিদির হাতে দ্বিতীয়বার জীবন পান শান্ত। ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৪০ রান।
জীবন পেলেন শান্ত
জীবন পেলেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় ওভারের প্রথম বলে কভারে শাদাব খানের হাত ফসকে বেঁচে যান তিনি। ১১ রানে প্রথম জীবন পাওয়া শান্ত তৃতীয় বলে চার মেরেছেন। ক্রিজে আছেন সৌম্য সরকার, শেষ বলে তিনি মারেন ছক্কা। ৪ ওভারে ১ উইকেটে ৩৪ রান বাংলাদেশের।
ছক্কা মারার পর বিদায় লিটনের
ভারতের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলা লিটন দাস ঝড়ের ইঙ্গিত দিয়েছিলেন। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন তিনি। কিন্তু দুই বল পর তাকে বিদায় করেন শাহীন শাহ আফ্রিদি। ৮ বলে ১০ রান করে ব্যাকওয়ার্ড পয়েন্টে শান মাসুদের ক্যাচ হন লিটন। ২.৫ ওভারে ২১ রানে ১ উইকেট বাংলাদেশের।
প্রথম ওভারে শান্তর বাউন্ডারি
প্রথম ওভারে সতর্ক ব্যাটিংয়ের সঙ্গে ৬ রান তুলে নিয়েছে বাংলাদেশ। চতুর্থ বলে কভার দিয়ে বাউন্ডারি মারেন নাজমুল হোসেন শান্ত। ক্রিজে তার সঙ্গে আছেন লিটন দাস।
তিনটি পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
সৌম্য সরকারকে ফেরানো হয়েছে একাদশে। সাকিব আল হাসান বলছেন, ‘উইকেট শুষ্ক মনে হচ্ছে। ভালো একটা রান সংগ্রহ করে আটকাতে চাই। প্রত্যেকে শান্ত ও রোমাঞ্চিত।
তিনটি পরিবর্তন আনা হয়েছে একাদশে। শরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি ও হাসান মাহমুদকে বাইরে রেখে নেওয়া হয়েছে সৌম্য, নাসুম আহমেদ ও ইবাদত হোসেনকে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচটি হয়ে গেলো অলিখিত নকআউট। যে দল জিতবে ভারতের সঙ্গে সেমিফাইনালে।
অ্যাডিলেডে এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।