আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য বৃৃত্তি প্রদান দেশের জন্য মহৎ কাজ।’
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকাস্থ গফরগাঁও সমিতি আয়োজিত আলতাফ হোসেন গোলন্দাজ শিক্ষাবৃত্তি-২০১৫ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, আজকে ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেয়া হচ্ছে। আমি আশা করি, ভবিষ্যতে আপনারা এর পরিধি আরও বাড়াবেন। এবার ৫০ জনকে বৃত্তি দেয়া হবে। আশা করি, আগামী বছর বা তার পরের বছর অন্তত ১শ জনকে বৃত্তি দেবেন।