হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক পদে যোগদান করেছেন ডা. মো. মুজিবুর রহমান। গত শনিবার তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তিনি কিশোরগঞ্জের সদ্য নিযুক্ত সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম এর নিকট সিভিল সার্জনের দায়িত্ব হস্তান্তর করেন।
এরপর থেকে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পর্যন্ত তিনি উপ-পরিচালক ইনসিটু সিভিল সার্জন, কিশোরগঞ্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
সিভিল সার্জন হিসেবে যোগদানের পর পরই কোভিড-১৯ পরিস্থিতিতে জেলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের গুরুদায়িত্ব তাঁকে গ্রহণ করতে হয়। করোনাযুদ্ধে তাঁর কুশলী ও দক্ষ নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।
রাতদিন করোনা রোগীদের সেবা দেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে কিশোরগঞ্জের সব মানুষের কাছে প্রশংসিত হয়েছেন তিনি।
এছাড়া একজন মানবিক ও দায়িত্বশীল স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে তিনি জেলাজুড়ে সুনাম কুড়িয়েছেন।
বিসিএস (স্বাস্থ্য) ২০তম ব্যাচের ডা. মো. মুজিবুর রহমান ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি বিষ্ণুপুর গ্রামের গর্বিত সন্তান।
চাকুরি জীবনে তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরবর্তিতে ডা. মো. মুজিবুর রহমান ২০১৬ সালের ২৪ আগস্ট কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে ডেপুটি সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।
ডা. মো. মুজিবুর রহমান তিন বছরেরও বেশি সময় ডেপুটি সিভিল সার্জন হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।
সেখানে সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালনের তিন মাস পর ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত জনক ডা. মো. মুজিবুর রহমান। তাঁর স্ত্রী গাইনী বিশেষজ্ঞ ডা. তাসলিম আরা নীলা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী কনসালট্যান্ট।