হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী নেতাকর্মীদের উদ্দেশ করে বলেছেন, যারা ইসলামের পাঁচটি মূল ভিত্তির একটিরও বিরোধিতা করবে তারা নাস্তিক। তোমরা তৈরি থেকো। নাস্তিকদের বিরুদ্ধে ডাক দেয়া হলে তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে।
শুক্রবার বিকেলে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত
শানে রেসালত সম্মেলনে তিনি এসব বলেন।
রাজনীতিবিদদের উদ্দেশ্যে আল্লামা শফী বলেন, আপনারা রাজনীতি করেন আমরা বাধা দেব না। কিন্তু ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবেন না। ইসলাম নিয়ে বাড়াবাড়ি করলে কাউকে ছাড় দেয়া হবে না। বাংলার মাটিতে হেফাজতে ইসলামের একজন কর্মী বেঁচে থাকতেও ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের ফেনী জেলা সভাপতি মাওলানা আবুল কাশেম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ও ঢাকা মহানগরীর নেতা মুফ্তি সাখাওয়াত হোসাইনসহ বিভিন্ন জেলা নেতারা।