ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ফ্যাসিস্ট হাসিনার দোসর শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা বলছে ফ্যাক্টচেক ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই : ধর্ম উপদেষ্টা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে জামায়াত উল্টো জাস্টিফাই করছে: মেজর হাফিজ ‘আল্লাহকে ধন্যবাদ’ পিএইচডি করে ১৯ সন্তানের মা শমী কায়সারের ব্যাংক হিসাব তলব আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব নিক্কেই এশিয়াকে ড. মুহাম্মদ ইউনূস তিন মেয়াদে ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা

পাকুন্দিয়া কৃষকদের স্বপ্ন পূরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • ১৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কচুরিপানার স্তুপ জমে কৃষিকাজে ব্যাঘাত, উৎপাদিত পণ্য যথাসময়ে আনতে না পারা ও খুব কাছেই বিল থাকলেও যাতায়াতের অভাবে মাছ আহরণে অনীহা নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট করে আসছিল একটি গ্রামের হাজারো কৃষক।

অবশেষে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে সীমাহীন দুর্ভোগ থেকে রেহাই মিলছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামবাসীর।

দেড় কিলোমিটার দৈর্ঘ্যরে নতুন একটি সড়ক নির্মাণ হওয়ায় ওই গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হচ্ছে। এর ফলে কৃষিক্ষেত্রেও নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে বলে আশা স্থানীয় কৃষকদের।

জানা গেছে, কন্দরপদী গ্রামের বেশিরভাগ মানুষেরই প্রধান পেশা কৃষি। কন্দরপদী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে নবাইগ্গা বিল পর্যন্ত টেঙামারা কান্দা, আইজাউনা কুড়, দুবাইগা কুড়-এ ওই গ্রামের ১০০০ থেকে ১২০০ কৃষকের বিশাল কৃষি জমি রয়েছে।

বর্ষা মৌসুমে বিলের কচুরীপানা স্তুপ হয়ে পুরো জমি ভরে যায়। এতে কৃষিতে মারাত্মক ব্যাঘাত ঘটতো। তাছাড়া যাতায়াত ব্যবস্থা না থাকায় নিচু জমির ধান আনতে না পেরে ক্ষতিগ্রস্ত হতো কৃষকরা।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ এর নজরে আনেন। এ প্রেক্ষিতে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় এমপি ওই সড়কটি নির্মাণের ব্যবস্থা করে দেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১২৫নং কন্দরপদী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে নবাইগ্গা বিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার নতুন সড়ক নির্মিত হয়েছে। সড়কটি প্রায় চার থেকে পাঁচ ফুট উঁচু। ১০ থেকে ১২ফুট প্রশস্ত।

এ সড়ক দিয়ে যে কোন পরিবহন চলাচল করা যাবে। সড়কটি কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সড়কটি ব্যবহার করে বিল থেকে সুস্বাদু মাছ আহরণ করে আমিষের ঘাটতিও মিটবে গ্রামবাসীর।

হাফেজ মোজাম্মেল হক মোল্লা, আনাছ, আল আমিন, আবদুল হাই ও আবদুল হান্নানসহ গ্রামের বেশ কয়েকজন জানান, এ সড়ক নির্মাণের ফলে গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সড়ক।

দেড় কিলোমিটার সড়কের ঘেঁষে তিনটি গ্রামীণ কালভার্ট রয়েছে। কালভার্ট মেরামত করে দিলে কৃষকেরা বেশ উপকৃত হবেন বলেও তারা জানিয়েছেন।

এ গ্রামের বাসিন্দা ও পার্শ্ববর্তী আলমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাই জানান, এক ফসলি ধান’ই এ গ্রামের মানুষের একমাত্র পেশা। সড়কটি নির্মাণ হওয়ায় বদলে যাবে পুরো গ্রামের কৃষিচিত্র।

এজন্য তিনি ইউপি চেয়ারম্যান, এমপিসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান।

এছাড়া তিনি বলেন, যদি নির্মিত সড়কটির শেষ অংশ থেকে নবাইগ্গা বিলের পশ্চিমপাশ হয়ে দক্ষিণের সড়ক পর্যন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়, তবে বর্ষা মৌসুমে গ্রামের কৃষকরা আমনেরও আবাদ করতে পারবে।

বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল বলেন, কন্দরপদী হতে বিল পর্যন্ত, কাগারচরের একটি রাস্তা ও বেলদীর রাস্তা নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো। অবশেষে এমপি মহোদয়ের একান্ত চেষ্টায় তিনটি রাস্তা নির্মাণ হলো। যে এক কিলোমিটার সড়ক নির্মাণের দাবি উঠেছে সেটিও এমপি মহোদয়কে অবহিত করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম জানান, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় ২০২০-২১ অর্থ বছরে নতুন এ সড়কটি নির্মিত হয়েছে। এতে করে ওই এলাকার কৃষকরা বেশ উপকৃত হবেন। বিশেষ করে কৃষি ক্ষেত্রে গ্রামীণ এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

পাকুন্দিয়া কৃষকদের স্বপ্ন পূরণ

আপডেট টাইম : ১০:৩১:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

হাওর বার্তা ডেস্কঃ কচুরিপানার স্তুপ জমে কৃষিকাজে ব্যাঘাত, উৎপাদিত পণ্য যথাসময়ে আনতে না পারা ও খুব কাছেই বিল থাকলেও যাতায়াতের অভাবে মাছ আহরণে অনীহা নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট করে আসছিল একটি গ্রামের হাজারো কৃষক।

অবশেষে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে সীমাহীন দুর্ভোগ থেকে রেহাই মিলছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামবাসীর।

দেড় কিলোমিটার দৈর্ঘ্যরে নতুন একটি সড়ক নির্মাণ হওয়ায় ওই গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হচ্ছে। এর ফলে কৃষিক্ষেত্রেও নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে বলে আশা স্থানীয় কৃষকদের।

জানা গেছে, কন্দরপদী গ্রামের বেশিরভাগ মানুষেরই প্রধান পেশা কৃষি। কন্দরপদী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে নবাইগ্গা বিল পর্যন্ত টেঙামারা কান্দা, আইজাউনা কুড়, দুবাইগা কুড়-এ ওই গ্রামের ১০০০ থেকে ১২০০ কৃষকের বিশাল কৃষি জমি রয়েছে।

বর্ষা মৌসুমে বিলের কচুরীপানা স্তুপ হয়ে পুরো জমি ভরে যায়। এতে কৃষিতে মারাত্মক ব্যাঘাত ঘটতো। তাছাড়া যাতায়াত ব্যবস্থা না থাকায় নিচু জমির ধান আনতে না পেরে ক্ষতিগ্রস্ত হতো কৃষকরা।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ এর নজরে আনেন। এ প্রেক্ষিতে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় এমপি ওই সড়কটি নির্মাণের ব্যবস্থা করে দেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১২৫নং কন্দরপদী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে নবাইগ্গা বিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার নতুন সড়ক নির্মিত হয়েছে। সড়কটি প্রায় চার থেকে পাঁচ ফুট উঁচু। ১০ থেকে ১২ফুট প্রশস্ত।

এ সড়ক দিয়ে যে কোন পরিবহন চলাচল করা যাবে। সড়কটি কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সড়কটি ব্যবহার করে বিল থেকে সুস্বাদু মাছ আহরণ করে আমিষের ঘাটতিও মিটবে গ্রামবাসীর।

হাফেজ মোজাম্মেল হক মোল্লা, আনাছ, আল আমিন, আবদুল হাই ও আবদুল হান্নানসহ গ্রামের বেশ কয়েকজন জানান, এ সড়ক নির্মাণের ফলে গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সড়ক।

দেড় কিলোমিটার সড়কের ঘেঁষে তিনটি গ্রামীণ কালভার্ট রয়েছে। কালভার্ট মেরামত করে দিলে কৃষকেরা বেশ উপকৃত হবেন বলেও তারা জানিয়েছেন।

এ গ্রামের বাসিন্দা ও পার্শ্ববর্তী আলমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাই জানান, এক ফসলি ধান’ই এ গ্রামের মানুষের একমাত্র পেশা। সড়কটি নির্মাণ হওয়ায় বদলে যাবে পুরো গ্রামের কৃষিচিত্র।

এজন্য তিনি ইউপি চেয়ারম্যান, এমপিসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান।

এছাড়া তিনি বলেন, যদি নির্মিত সড়কটির শেষ অংশ থেকে নবাইগ্গা বিলের পশ্চিমপাশ হয়ে দক্ষিণের সড়ক পর্যন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়, তবে বর্ষা মৌসুমে গ্রামের কৃষকরা আমনেরও আবাদ করতে পারবে।

বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল বলেন, কন্দরপদী হতে বিল পর্যন্ত, কাগারচরের একটি রাস্তা ও বেলদীর রাস্তা নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো। অবশেষে এমপি মহোদয়ের একান্ত চেষ্টায় তিনটি রাস্তা নির্মাণ হলো। যে এক কিলোমিটার সড়ক নির্মাণের দাবি উঠেছে সেটিও এমপি মহোদয়কে অবহিত করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম জানান, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় ২০২০-২১ অর্থ বছরে নতুন এ সড়কটি নির্মিত হয়েছে। এতে করে ওই এলাকার কৃষকরা বেশ উপকৃত হবেন। বিশেষ করে কৃষি ক্ষেত্রে গ্রামীণ এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।