হাওর বার্তা ডেস্কঃ চারিদিকে ঘিরে ধরেছে শীতের জড়তা। কুয়াশা আর তীব্র শীতে সবাই জড়সড়। অনেক গাছে ঝড়ে পড়ছে পাতা। বিবর্ণ হতে বসেছে প্রকৃতি। কিন্তু বিবর্ণতা ভেদ করে নিজের সবটুকু রঙ ঢেলে দিয়ে প্রকৃতিকে রাঙ্গিয়ে তোলার চেষ্ঠা করছে বিলাসী বাগান বিলাস। তাদের সৌন্দর্য দিয়ে রাঙিয়ে তুলেছে প্রকৃতিকে।
মধু সংগ্রহে ব্যস্ত প্রজাপতি
সকালের সোনা রোদে দ্যুতি ছড়াচ্ছে বিলাসী বাগান বিলাস
রোদের সঙ্গে দিনভর চলে তাদের লুকোচুরির খেলা
শীতের জড়তা ভেঙে সব রঙ ঢেলে চলছে প্রকৃতিকে রাঙিয়ে তোলার চেষ্টা
ইচ্ছে করে দূরের ওই আকাশ ছুঁই
সই লো সই, আসো দুটি মনের কথা কই…এভাবেই যেন কথা বলছে ওরা