ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ফ্যাসিস্ট হাসিনার দোসর শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা বলছে ফ্যাক্টচেক ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই : ধর্ম উপদেষ্টা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে জামায়াত উল্টো জাস্টিফাই করছে: মেজর হাফিজ ‘আল্লাহকে ধন্যবাদ’ পিএইচডি করে ১৯ সন্তানের মা শমী কায়সারের ব্যাংক হিসাব তলব আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব নিক্কেই এশিয়াকে ড. মুহাম্মদ ইউনূস তিন মেয়াদে ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা

দেশে আইএস নেই, আছে জামায়াত-শিবিরের জঙ্গি তৎপরতা : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০১৬
  • ২৮০ বার

বাংলাদেশে আইএস জঙ্গিদের কোনো অস্তিত্ব নেই। তবে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে জামায়াত-শিবির বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্থানীয় সময় শুক্রবার নিইউয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে প্রথমবারের মত মেশিন রিডেবল ভিসা সেবার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।

ফিতা কেটে মেশিন রিডেবল ভিসা (এমআরভি) সেবার অংশ হিসেবে একজন আমেরিকানের হাতে ভিসা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময়ে তার সাথে ছিলেন— বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনসহ কনুস্যলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য জামায়াত-শিবির দায়ী। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন নামে (আল কায়দা, জেমবি, হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ বাংলা টিম) অস্থিতিশীল করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।’

তিনি বলেন, ‘অথচ দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে আইএস আছে বলে বিদেশ থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশে আইএস নেই এ ব্যাপারে আমরা নিশ্চিত। আমাদের নিরাপত্তা বাহিনীও বিষয়টিতে সজাগ আছে।’

ইদানিং বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুলিশী হয়রানির শিকার হচ্ছেন— এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব বিচ্ছিন্ন ঘটনা। তবে, মনে রাখতে হবে কেউ আইনের ঊর্ধ্বে নয়, অপরাধ করলে তার বিচার হবে।’

এমআরভি ও এমআরপি সেবাকে সহজ এবং দ্রুত প্রবাসীদের কাছে পৌঁছে দিতে সরকার ও কনস্যুলেটের নানা উদ্যোগের আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে বিশ্বের ৬৩টি দেশে একসঙ্গে এমআরপি সেবা শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্রে দু’একটি সমস্যা রয়েছে। সেটি দূর করে এক সপ্তাহের মধ্যে লোকজন যাতে পাসপোর্ট ডেলিভারী পায় সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।’

ফেলানী হত্যাকাণ্ডের বিচার এবং ভারতের সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে নিরীহ মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে প্রসঙ্গে সরকারের নানা উদ্যোগের কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘ফেলানী হত্যার বিষয়টি বিচারাধীন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না। তবে, আমরা তার পরিবারকে সব ধরনের আইনি সহাতায় দিয়ে যাচ্ছি।’- বাংলা প্রেস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

দেশে আইএস নেই, আছে জামায়াত-শিবিরের জঙ্গি তৎপরতা : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০১৬

বাংলাদেশে আইএস জঙ্গিদের কোনো অস্তিত্ব নেই। তবে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে জামায়াত-শিবির বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্থানীয় সময় শুক্রবার নিইউয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে প্রথমবারের মত মেশিন রিডেবল ভিসা সেবার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।

ফিতা কেটে মেশিন রিডেবল ভিসা (এমআরভি) সেবার অংশ হিসেবে একজন আমেরিকানের হাতে ভিসা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময়ে তার সাথে ছিলেন— বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনসহ কনুস্যলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য জামায়াত-শিবির দায়ী। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন নামে (আল কায়দা, জেমবি, হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ বাংলা টিম) অস্থিতিশীল করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।’

তিনি বলেন, ‘অথচ দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে আইএস আছে বলে বিদেশ থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশে আইএস নেই এ ব্যাপারে আমরা নিশ্চিত। আমাদের নিরাপত্তা বাহিনীও বিষয়টিতে সজাগ আছে।’

ইদানিং বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুলিশী হয়রানির শিকার হচ্ছেন— এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব বিচ্ছিন্ন ঘটনা। তবে, মনে রাখতে হবে কেউ আইনের ঊর্ধ্বে নয়, অপরাধ করলে তার বিচার হবে।’

এমআরভি ও এমআরপি সেবাকে সহজ এবং দ্রুত প্রবাসীদের কাছে পৌঁছে দিতে সরকার ও কনস্যুলেটের নানা উদ্যোগের আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে বিশ্বের ৬৩টি দেশে একসঙ্গে এমআরপি সেবা শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্রে দু’একটি সমস্যা রয়েছে। সেটি দূর করে এক সপ্তাহের মধ্যে লোকজন যাতে পাসপোর্ট ডেলিভারী পায় সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।’

ফেলানী হত্যাকাণ্ডের বিচার এবং ভারতের সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে নিরীহ মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে প্রসঙ্গে সরকারের নানা উদ্যোগের কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘ফেলানী হত্যার বিষয়টি বিচারাধীন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না। তবে, আমরা তার পরিবারকে সব ধরনের আইনি সহাতায় দিয়ে যাচ্ছি।’- বাংলা প্রেস