হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস ছড়িয়ে পড়ার এই মুহূর্তে গণবিয়ে করলেন দুই শতাধিক যুগল। তবে আক্রান্তের শঙ্কায় মাস্ক পরেই চুম্বন করতে হলো তাদের। চুম্বনরত নব-দম্পতিদের কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

মিরর অনলাইনের এক প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যায়, সবাই সার্জিক্যাল মাস্ক পরে আছেন। আর ওই গণ বিয়ের আয়োজন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি।

জানা গেছে, ফিলিপাইনের বাকোলদ এলাকার নিগরোস দ্বীপে গণবিয়ের আয়োজনে করোনাভাইরাসের ভয়ে এভাবে মাস্ক পরে চুম্বন করেছে দু’শ ২০ দম্পতি। আর তাদের বিয়ে হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি।
ফিলিপাইনে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত এবং মারা যাওয়ার ঘটনা বেশ উদ্বেগ ছড়িয়েছে। সে কারণে গণজমায়েতে মাস্ক এবং হাতে মোজা পরার ব্যবস্থা রাখা হয়।

সেখানকার একটি অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণভাবে গণবিয়ের আয়োজন করা হয়েছে। গণমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিকও সেখানে ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর