আওয়ামীলীগ ক্ষমতায় আসলে চিনিশিল্প লাভজনক খাতে পরিনত হবে-চিনিশিল্প চেয়ারম্যান

হাওর বার্তা ডেস্কঃ বৈরী আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, দীর্ঘ বন্যা, অবৈধ মাড়াই কল সকল প্রতিকূলতা সামনে রেখে ২০১৭-২০১৮ মাড়াই মৌসুমের ১৩,৫০,০০০ টন উৎপাদন লক্ষ্যমাত্রায় গড় ৭.৪৩% চিনি আহরনের হারে সামনে রেখে ১৫ টি চিনিকলের মাড়াই মৌসুম শুরু হয়। ডিজিটাল ই-পুজি, শিওর ক্যাশ, ডিজিটাল ওজন যন্ত্র, চাষী যোগাযোগ বৃদ্ধি করে দিনের পর দিন ঢাকা সদর দপ্তরের এসি অফিস ছেড়ে মিলে মিলে যেয়ে আখচাষীদের সাথে মিশে চিনিশিল্পের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ আখচাষসহ আখ সংগ্রহেও বিপুল সাফল্য দেখিয়েছেন।

দিনদিন দিন যে আখচাষ বৃদ্ধি পাচ্ছে, মিলে আখ সরবরাহ বৃদ্ধি পাচ্ছে তারই প্রমান এবার প্রায় প্রতিটি মিলে সর্বমোট ১২ লক্ষ টন আখ মাড়াই সম্ভব হয়েছে। যেখানে ২০১৬-২০১৭ মাড়াই মৌসুমে ৯ লক্ষ টন আখ, ২০১৫-২০১৬ মাড়াই মৌসুমে প্রায় ৮ লক্ষ টন আখ মাড়াই হয়েছিলে। আখচাষ যে বৃদ্ধি পাচ্ছে এই হিসাবই তার প্রমান। এগুলো অর্জন করতে চেয়ারম্যান স্যার কখনো পররাষ্ট্র প্রতি মন্ত্রীর সাথে, কখনোবা আখচাষীদের সাথে, কখনো আখচাষীদের বাড়ির আঙ্গিনায় আবার কখনো রাতের অন্ধকারে অকাতরে পরিশ্রম করে গেছেন চিনিশিল্পের চেয়ারম্যান।

২০১৮- ২০১৯ মাড়াই মৌসুম আরো সাফল্য পাবে চিনিশিল্প চেয়ারম্যানের পবিত্র ত্যাগে। মানুষ বুঝতে পেড়েছে আখই একমাত্র ফসল যেটা বন্যায় টিকে থাকে, ভালোভাবে যত্ন করলে লাভ হয়, একসাথে সাথী ফসলও আবাদ করা যায়। চিনিশিল্প এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ এর কর্ম উদ্দীপনায় এগিয়ে যাবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর