পুলিশ সদস্য হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এ জন্য আরাভবিষয়ক সব প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে বাংলাদেশ মিশন।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন এসব তথ্য জানান।
তিনি বলেন, বলেন, ‘আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার জন্য যে ফাইল বা কাগজপত্রগুলো রয়েছে, সেগুলো সত্যায়িত করে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে বাংলাদেশ মিশন।’
আরভকে দেশে ফেরানোর অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, মন্ত্রণালয় পরবর্তী সময়ে সংবাদমাধ্যমকে অবহিত করবে।
র্যাব নিয়ে ডয়েচে ভেলে ও নেত্রনিউজের প্রতিবেদনের প্রসঙ্গে তিনি বলেন, র্যাব দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করে। কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য র্যাবকে ব্যবহার করা হচ্ছে না। এ ব্যাপারে আমরা নিশ্চিত।
তিস্তার খাল খননের বিষয়ে ভারতকে দেওয়া বাংলাদেশের চিঠির জবাব মিলেছে কিনা জানতে চাইলে মুখপাত্র জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া কূটনৈতিক পত্রের (নোট অব ভারবাল) জবাব এখনো দেয়নি ভারত।