আচ্ছে হায় ‘বাংলাদেশ’। মেরা বিএসএফ অ্যান্ড বর্ডার গার্ড অব বাংলাদেশ গুড ফ্রেন্ডশিপ। বিজিবি অ্যান্ড বিএসএফ স্টুডেন্ট কা স্কার্শন প্রমাণ মিল গিয়া থা হায়। ইউ হোব জো ভি ভারত-বাংলাদেশ সম্পর্ক দিনকে দিন বহুত উন্নতি হো জায় গে।’
বিএসএফ পরিচালিত শিলিগুড়ি ডিপিএস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ভি প্রর্তুষার প্রতিক্রিয়া জানতে চাইলে এভাবেই তিনি নিজের অনুভূতি ব্যক্ত করেন। একই ধরনের অনুভূতি ব্যক্ত করেন বিএসএফ চিল্ড্রেন স্কুলের সামাজিক বিজ্ঞানের সহকারী শিক্ষিকা এলিজাবেদ ছিনছন, ওই স্কুলের শিক্ষার্থী পলক ত্রিবেদিক, নিয়াঘা সাহা, অভিষেক রাজসহ অন্যান্যরা।
বিজিবি সূত্র জানায়, বিজিবির আমন্ত্রণে বিএসএফ পরিচালিত স্কুল-কলেজ থেকে ২৮ ছাত্রছাত্রীর একটি দল গত ২৬ নভেম্বর ৪ দিনের শিক্ষা সফরে বাংলাদেশ ভ্রমণে আসেন। বিএসএফের বিভিন্ন স্কুল-কলেজের ২৮ শিক্ষার্থীর ওই প্রতিনিধি দলটির টিম লিডার ছিলেন মডেলা কেয়ার টেকার স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিতুল কানিষকা।