জনতা ব্যাংকের স্বল্পসুদে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋন বিতরন

দেশে কৃষিপন্য বৃদ্ধির মাধ্যমে দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে স্বল্পসুদে ও সহজ শর্তে সরেজমিনে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋন বিতারন শুরু করেছে জনতা ব্যাংক। ১০ নভেম্বর জনতা ব্যাংক ঝালকাঠি ষ্টেশন রোড শাখা সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদে এ কর্মসূচীর উদ্বোধন করেন।

প্রাথমিক পর্য্যায়ে নবগ্রাম ইউনিয়নের ১৬ জন কৃষকের মাঝে ৫লাখ ৬ হাজার টাকা বিতারন করেন। ঋন বিতারন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড এর বরিশাল বিভাগীয় কার্য্যালয়ের এজি এম রাব্বি নেওয়াজ, নবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল হক আকন্দ, জনতা ব্যাংক ঝালকাঠি ষ্টাশন রোড শাখার ব্যাবস্থাপক েেমাঃ শাহাব উদ্দিন খলিফা, এ,ই,ও প্রন্তিকা দাস ও সাংবাদিক একেএম মোতালেব হোসেন,মো:নজরুল ইসলাম সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এজি এম রাব্বি নেওয়াজ বলেন,পল্লী অঞ্চললের কৃষকরা যাতে ঝামেলা ও বিড়ম্বনাহীন সহজেই বাড়ির দোড়গোরায় বসে সল্পসুদে ঋন পেয়ে অধিক কৃষি উৎপদন করে স্বাবলম্বী হয়ে দেশের দারিদ্রতা বিমেচন করতে পারে সে লক্ষ্যে জনতা ব্যাংক প্রকাশ্যে ঋন বিতারন কর্মসুচি করেছে।

এতেকরে কৃষকরাযেমন লাভমান হবে তেমনি বর্তমান সরকারের রুপকল্পও বাস্তবায়নে সহয়ক হবে। ঋন গ্রহীতারা বলেন জনতা ব্যাকের মত অন্যন্য সকল ব্যাংক গুলো কৃষকদের দোড় গোড়ায় এসে ঋন দিতো তাহলে এ দেশের বেকার সমস্যা দূরহতো,দরিদ্রতা ঘুচে যেত, নিরীহ কৃষকরা হয়রানী ও বিড়ম্বনা থেকেরেহাই পেতো।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর