পদ্মা নদীর ইলিশ ধরার দায়ে আট জেলেকে কারাদণ্ড

হাওর বার্তা ডেস্কঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর অংশে ইলিশ ধরার দায়ে আট জেলেকে আটকের পর প্রত্যেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খানের ভ্রাম্যমাণ আদালত এ কারাদন্ডদেশ দেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমান জানান, চলমান মা ইলিশ রক্ষা অভিযানের চতুর্থ দিন ভোরে জেলায় বয়ে যাওয়া সদর উপজেলার পদ্মা নদীর অংশে তারা অভিযান চালিয়ে আট জেলেকে আটক করে। এসময় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি মাছ জব্দ করেন। পড়ে আটক জেলেদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত ২০ দিন করে কারাদণ্ড দেন । এ সময় জব্দকৃত জাল আগুনে পুড়ানো হয় এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর