চট্টগ্রামে এবার ঐতিহ্যবাহী জব্বারের বলীর আসর ২৫ এপ্রিল

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামে এবার ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার আসর বসছে ২৫ এপ্রিল বুধবার। আর তাই এখনই শুরু হয়ে গেছে তার প্রস্তুতি।

এবারের আসরটি হবে এই বলী খেলার ১১০ তম আসর। বরাবরের মতো এবারও চট্টগ্রামের লালদিঘীর মাঠে বিভিন্নস্থানের বলীরা অংশ নেবেন এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে কুস্তি লড়বেন।

বলী খেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল জানান, ১৯০৯ সালে চট্টগ্রামে বলী খেলার প্রবর্তন করেছিলেন আবদুল জব্বার সওদাগর। সেই থেকে এই খেলাটি চট্টগ্রামের ঐতিহ্যের অংশ।

বলী খেলা উপলক্ষ্যে লালদিঘীর মাঠ ঘিরে বসবে তিন দিনের বৈশাখী মেলা। মেলার যাবতীয় প্রস্তুতি চলছে বলেও জানালেন শওকত আনোয়ার বাদল ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর