ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

হাওর বার্তা ডেস্কঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরে বার্ষিক ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত হয়।

মেলার মূল আকর্ষন ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দুপুর ১টা থেকেই উপজেলার কয়েক গ্রামের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা শ্রেনি পেশার মানুষ ভিড় জমায় বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজ সংলগ্ন কাতলা শুরের মাঠে। চৈত্রের রোদ অপেক্ষা করে শতশত মানুষের একটায় উদ্দেশ্য গ্রাম-বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করা।

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ছাড়াও মেলার অন্য আকর্ষণ জারীগান, নাগরদোলা, চুড়ি-ফিতার স্টোলসহ রকমারি পন্যের পসরা বসে বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠ জুড়ে।

বিভিন্ন এলাকা থেকে আসা ৯টি ঘোড়া অংশ নেয় এ প্রতিযোগিতায়। এদের মধ্যে বাঘারপাড়ার মিলনের ঘোড়া প্রথম, বালিদিয়ার ইউনুচ শিকদারের ঘোড়া দ্বিতীয় ও ডাঙ্গাপাড়ার ইকবল মুন্সির ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।

বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলেদেন মেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়েন উদ্দীন ফকির সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর