আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে টানা দ্বিতীয়বার দেশসেরা বাকৃবি

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‌্যাংকিংয়ে আবারো শীর্ষস্থান করে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এ নিয়ে টানা দুইবার প্রথম স্থান অধিকার করল দক্ষিণ এশিয়ার প্রাচীন ও ঐতিহ্যবাহী কৃষি শিক্ষার এ বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ নয় বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে এ কৃতিত্ব অর্জন করেছে ময়মনসিংহে অবস্থিত কৃষি শিক্ষার মাতৃতুল্য প্রতিষ্ঠানটি।

স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবওমেট্রিক্সের এক গবেষণায় চলতি বছরের জানুয়ারির সংস্করণে এ তথ্য উঠে আসে। আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবার ১৮৪৮তম, যা গত বছরের জুলাইয়ে ছিল ২০৬১তম।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর বিশ্ববিদ্যালয়ের এ কৃতিত্বে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, ‘এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। পরপর দুইবার র‌্যাংকিংয়ে শীর্ষে থাকায় তিনি সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ অর্জনের ধারাবাহিকতা রক্ষায় কাজ করে যাওয়ার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর