ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন যেসব দেশ

হাওর বার্তা ডেস্কঃ জানেন কি ভিসার চিন্তা ছাড়াই কেবল বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দিব্যি ঘুরে আসতে পারবেন এশিয়ার বেশ কয়েকটি দেশ থেকে? জেনে নিন এশিয়ার কোন কোন দেশে যেতে পারবেন শুধু পাসপোর্ট নিয়ে-

নেপাল: হিমালয়কন্যা নেপালে ভ্রমণ করতে চাইলে নিশ্চিন্তে চলে যান বিমানে। এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন থেকে করে নিন ভিসা। বাংলাদেশিদের জন্য নেপালে রয়েছে অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা। তবে সড়ক পথে যেতে চাইলে প্রয়োজন হবে ভারতের ট্রানজিট ভিসা।

ভুটান: পাহাড়ে ঘেরা ভুটানে যেতেও প্রয়োজন নেই ভিসার। তবে বিমানে না গিয়ে সড়কপথে গেলে ভারতের সড়ক ব্যবহারের জন্য লাগবে ট্রানজিট ভিসা।

মালদ্বীপ: প্রাকৃতিক সৌন্দর্যের দেশ মালদ্বীপে যেতে পারবেন ভিসা ছাড়াই। পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে তারা দিয়ে দেবে অন অ্যারাইভাল ভিসা।

শ্রীলংকা: শ্রীলংকা ঘুরতে চাইলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তে পারেন যেকোনো সময়। কারণ আলাদা করে ভিসার বিড়ম্বনায় পড়তে হবে না আপনাকে।

অন্যান্য দেশ: উপরের দেশগুলো ছাড়াও এশিয়ার আরো বেশ কয়েকটি দেশ ঘুরতে পারবেন ভিসা ছাড়া। সেগুলো হচ্ছে-আজারবাইজান, জর্জিয়া, মাকাউ, সিরিয়া, পূর্ব তিমুর ও লাউস। এশিয়া ছাড়া ইউরোপ ও আফ্রিকার বেশকিছু দেশ বাংলাদেশিদের দিচ্ছে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর