ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ফ্যাসিস্ট হাসিনার দোসর শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা বলছে ফ্যাক্টচেক ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই : ধর্ম উপদেষ্টা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে জামায়াত উল্টো জাস্টিফাই করছে: মেজর হাফিজ ‘আল্লাহকে ধন্যবাদ’ পিএইচডি করে ১৯ সন্তানের মা শমী কায়সারের ব্যাংক হিসাব তলব আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব নিক্কেই এশিয়াকে ড. মুহাম্মদ ইউনূস তিন মেয়াদে ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা

স্মার্টফোন নোকিয়া ১ আসছে সবচেয়ে কম দামের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী বছরের মার্চের মধ্যেই বাজারে আসছে নোকিয়ার সবচেয়ে কম দামের স্মার্টফোন নোকিয়া ১। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির বাজারগুলোর জন্যই ফোনটি আনা হচ্ছে বলে জানা গেছে।

এটি হবে ‘অ্যান্ড্রয়েড গো’ ফোনগুলির প্রথম একটি। গুগল এর অ্যান্ড্রয়েড গো প্রোগ্রামটি ডিজাইন করেছে এন্ট্রি লেভেল ডিভাইসে জোরদার ইউজার অভিজ্ঞতা এনে দেওয়ার জন্য।

রাশিয়ান টিপস্টার এল্ডার মুরটাজিন এক টুইটে প্রকাশ করেছে, নোকিয়া ১ হবে গুগলের অ্যান্ড্রয়েড ওরিও (গো সংস্করণ) প্রোগ্রাম এর একটি অংশ।

নতুন এই নোকিয়া স্মার্টফোনে থাকবে একটি এইচডি (৭২০x১২৮০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে, ১জিবি র‌্যাম, এবং ৮জিবি অনবোর্ড স্টোরেজ। ওই রাশিয়ান ওই ব্লগার আরো দাবি করেন, স্মার্টফোনটির দাম হবে রাশিয়ান মুদ্রায় ৫,৯৯০ আরইউবি, বাংলাদেশি টাকায় ৮,৬৫৭ টাকা।

ফোনটির অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড ওরিও (গো সংস্করণ)। যাতে থাকবে কিছু হালকা গুগল অ্যাপস। যেমন, ফাইলস গো, গুগল ম্যাপস গো এবং ইউটিউব। অ্যান্ড্রয়েড গো মূলত ৫১২ থেকে ১জিবি র‌্যামের বাজেট স্মার্টফোনের জন্য তৈরি করা একটি অপারেটিং সিস্টেম। তবে ফোনটির ফিচার সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, গত অক্টোবরে এইচএমডি গ্লোবাল নোকিয়া ব্র্যান্ডের এর আগের সবচেয়ে সস্তা অ্যান্ড্রয়েড স্মার্টফোন নোকিয়া ২ বাজারে আনে। বাংলাদেশে ফোনটির দাম প্রায় ১১ হাজার টাকা পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। নোকিয়া ২ ফোনটি কয়েক সপ্তাহ আগে ভারতের বাজারে এসেছে।

নোকিয়া ২-তে আছে ৫ ইঞ্চি, ৭২০x১২৮০ পিক্সেল এলটিপিএস আইপিএস এলসিডি ডিসপ্লে। ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ২১২ প্রসেসর। ১জিবি র‌্যাম, সাথে ৮জিবি মেমোরি যা ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এবং ৪১০০ এমএএইচ ব্যাটারি। রিয়ার ক্যামেরাটি ৮মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা ৫মেগাপিক্সেল। অ্যান্ড্রয়েড ৭.১.১ নুগেট অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি। কয়েক সপ্তাহ পরে ফোনটিতে অ্যান্ড্রয়েড এর সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও আপডেট করা যাবে।

এছাড়া গত অক্টোবরে চীনের বাজারে বিক্রি শুরু হওয়া মধ্যম বাজেটের স্মার্টফোন নোকিয়া ৭ এখনো আর কোনো দেশের বাজারে আসেনি। তবে ধারণা করা হচ্ছে ফোনটি আগামী বছরের শুরুতে বিশ্ব বাজারে ছাড়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

স্মার্টফোন নোকিয়া ১ আসছে সবচেয়ে কম দামের

আপডেট টাইম : ০৩:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ আগামী বছরের মার্চের মধ্যেই বাজারে আসছে নোকিয়ার সবচেয়ে কম দামের স্মার্টফোন নোকিয়া ১। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির বাজারগুলোর জন্যই ফোনটি আনা হচ্ছে বলে জানা গেছে।

এটি হবে ‘অ্যান্ড্রয়েড গো’ ফোনগুলির প্রথম একটি। গুগল এর অ্যান্ড্রয়েড গো প্রোগ্রামটি ডিজাইন করেছে এন্ট্রি লেভেল ডিভাইসে জোরদার ইউজার অভিজ্ঞতা এনে দেওয়ার জন্য।

রাশিয়ান টিপস্টার এল্ডার মুরটাজিন এক টুইটে প্রকাশ করেছে, নোকিয়া ১ হবে গুগলের অ্যান্ড্রয়েড ওরিও (গো সংস্করণ) প্রোগ্রাম এর একটি অংশ।

নতুন এই নোকিয়া স্মার্টফোনে থাকবে একটি এইচডি (৭২০x১২৮০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে, ১জিবি র‌্যাম, এবং ৮জিবি অনবোর্ড স্টোরেজ। ওই রাশিয়ান ওই ব্লগার আরো দাবি করেন, স্মার্টফোনটির দাম হবে রাশিয়ান মুদ্রায় ৫,৯৯০ আরইউবি, বাংলাদেশি টাকায় ৮,৬৫৭ টাকা।

ফোনটির অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড ওরিও (গো সংস্করণ)। যাতে থাকবে কিছু হালকা গুগল অ্যাপস। যেমন, ফাইলস গো, গুগল ম্যাপস গো এবং ইউটিউব। অ্যান্ড্রয়েড গো মূলত ৫১২ থেকে ১জিবি র‌্যামের বাজেট স্মার্টফোনের জন্য তৈরি করা একটি অপারেটিং সিস্টেম। তবে ফোনটির ফিচার সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, গত অক্টোবরে এইচএমডি গ্লোবাল নোকিয়া ব্র্যান্ডের এর আগের সবচেয়ে সস্তা অ্যান্ড্রয়েড স্মার্টফোন নোকিয়া ২ বাজারে আনে। বাংলাদেশে ফোনটির দাম প্রায় ১১ হাজার টাকা পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। নোকিয়া ২ ফোনটি কয়েক সপ্তাহ আগে ভারতের বাজারে এসেছে।

নোকিয়া ২-তে আছে ৫ ইঞ্চি, ৭২০x১২৮০ পিক্সেল এলটিপিএস আইপিএস এলসিডি ডিসপ্লে। ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ২১২ প্রসেসর। ১জিবি র‌্যাম, সাথে ৮জিবি মেমোরি যা ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এবং ৪১০০ এমএএইচ ব্যাটারি। রিয়ার ক্যামেরাটি ৮মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা ৫মেগাপিক্সেল। অ্যান্ড্রয়েড ৭.১.১ নুগেট অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি। কয়েক সপ্তাহ পরে ফোনটিতে অ্যান্ড্রয়েড এর সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও আপডেট করা যাবে।

এছাড়া গত অক্টোবরে চীনের বাজারে বিক্রি শুরু হওয়া মধ্যম বাজেটের স্মার্টফোন নোকিয়া ৭ এখনো আর কোনো দেশের বাজারে আসেনি। তবে ধারণা করা হচ্ছে ফোনটি আগামী বছরের শুরুতে বিশ্ব বাজারে ছাড়া হবে।