সেতুর দাবিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

হাওর বার্তা ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সেতুর দাবিতে মানববন্ধন করেছেন ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ বেলা ১১টায় চালিতাবুনিয়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া ও চিপাবারইখালী গ্রামের মধ্যবর্তী খালের সেতুটি প্রায় একযুগ পূর্বে ভেঙ্গে পড়েছে। এরপর থেকে স্থানীয়ভাবে বাশের সাকো তৈরী করে চলাচল করছে সকলে।

সাকোটির দুই পাড়ে থাকা চিপাবারইখালী মাধ্যমিক বিদ্যালয়, আররহমা ইন্সষ্টিটিউট, চালিতাবুনিয়া হেফজোখানা, ওলামাগঞ্জ দাখিল মাদ্রাসা ও চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ দুই গ্রামের শতশত লোক চরম ভোগান্তিতে পড়েছেন। ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে এখানে।

এ অবস্থা থেকে পরিত্রান পেতে ওই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে আজ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী স্থায়ী মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোক অংশ নেন।

এসময় মুক্তিযোদ্ধা ওয়াদুদ ফরাজী, প্রভাষক লুৎফর রহমান হাওলাদারন, ইউপি সদস্য মিলন হাওলাদার প্রমূখ বক্তৃতা করেন। বক্তারা ভেঙ্গে যাওয়া পুলটির স্থানে খুব দ্তাই একটি পুল বা ব্রীজ নির্মানের দাবি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর