ঝালকাঠিতে নিম্নাঞ্চল প্লাবিত

হাওর বার্তা ডেস্কঃ নিম্নচাপের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বৃষ্টি ও ঝড়ে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুতসংযোগ বিচ্ছিন্ন হয়ে।পড়েছে। বেড়িবাঁধ অতিক্রম করে পানি ঢুকে পড়েছে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায়।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পানি বৃদ্ধির কারণে জেলার কাঁঠালিয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে।

কাঁঠালিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মুকছুদুর রহমান বলেন, শুধুমাত্র শনিবারের মডেল টেস্ট পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী শনিবার এ পরীক্ষা নেওয়া হবে।

পানিবন্দি হয়ে পড়েছে অর্ধশতাধিক গ্রামের বাসিন্দারা। তলিয়ে গেছে ফসলের মাঠ ও মাছের ঘের।

নিন্মচাপের কারণে তিনদিন ধরে টানা বৃষ্টিপাত চলছে। বৃষ্টি ও নদীর পানি ঢুকে শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুগন্ধা ও বিষখালী নদীর স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি ও জোয়ারের পানিতে নলছিটির ষাইট পাকিয়া ও কাঁঠালিয়ার আমুয়া বন্দরের ফেরিঘাটের গ্যাংওয়ে ও কাঁচা রাস্তাঘাট তলিয়ে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পরেছে সাধারণ মানুষ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর