ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তিন কম্পিউটার চলবে এক মাউসে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাপু এবার বাজারে নিয়ে এলো নতুন ওয়্যারলেস ট্রাই মোড মাউস এমটি ৭৫০। নতুন ও অত্যাধুনিক এই মাউসে রয়েছে ট্রাই মোড। নতুন এই প্রযুক্তিতে তিনটি মোড ( ওয়্যারলেস ২.৪ জি / ব্লুটুথ ৩.০ / ব্লুটুথ ৪.০) ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে আপনি একই সাথে তিনটি ডিভাইসে কাজ করতে পারবেন।

এতে আরও আছে লেজার সেন্সর ও ৯ টি বোতামের শক্তিশালী ফাংশন। শুধু তাই নয় ৪৫০ এম এ এইচ লিথিয়ান ব্যাটারি সমৃদ্ধ এই মাউসটি রিচার্জেবল। একবার চার্জ করলেই যা চলবে পুরো এক মাস। এতে আরও রয়েছে ১০ মিটার ওয়্যারলেস রেঞ্জ এবং ৬০০ – ৩২০০  ডিপিআই এডজাস্টমেন্ট সুবিধা।

এছাড়াও মাউসটি দিচ্ছে আরামদাযক আকৃতি ও মেটালিক অনুভুতি।

পণ্যটি ক্রয় করতে চলে আসুন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যেকোন শাখা বা যেকোন ডিলার হাউজে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিন কম্পিউটার চলবে এক মাউসে

আপডেট টাইম : ০২:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ রাপু এবার বাজারে নিয়ে এলো নতুন ওয়্যারলেস ট্রাই মোড মাউস এমটি ৭৫০। নতুন ও অত্যাধুনিক এই মাউসে রয়েছে ট্রাই মোড। নতুন এই প্রযুক্তিতে তিনটি মোড ( ওয়্যারলেস ২.৪ জি / ব্লুটুথ ৩.০ / ব্লুটুথ ৪.০) ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে আপনি একই সাথে তিনটি ডিভাইসে কাজ করতে পারবেন।

এতে আরও আছে লেজার সেন্সর ও ৯ টি বোতামের শক্তিশালী ফাংশন। শুধু তাই নয় ৪৫০ এম এ এইচ লিথিয়ান ব্যাটারি সমৃদ্ধ এই মাউসটি রিচার্জেবল। একবার চার্জ করলেই যা চলবে পুরো এক মাস। এতে আরও রয়েছে ১০ মিটার ওয়্যারলেস রেঞ্জ এবং ৬০০ – ৩২০০  ডিপিআই এডজাস্টমেন্ট সুবিধা।

এছাড়াও মাউসটি দিচ্ছে আরামদাযক আকৃতি ও মেটালিক অনুভুতি।

পণ্যটি ক্রয় করতে চলে আসুন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যেকোন শাখা বা যেকোন ডিলার হাউজে।