জামালপুরে রেললাইনে অটোরিকশা, ট্রেনের ধাক্কায় ঝরে গেল পাঁচজনের প্রাণ

হাওর বার্তা ডেস্কঃ জামালপুর শহরের চন্দ্রা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও এর ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

বুধবার বিকেল ৬টার দিকে ওই এলাকার বিজিবি ক্যাম্পসংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

 নিহতরা হলেন, ছানোয়ার হোসেন, আব্দুর রহিম, মীর হোসেন, ইন্তাজ আলী এবং হোসেন আলী। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন ছালেহা বেগম, ঘুনু ও ফরিদুল হক।

জানা যায়, বিকেলে একটি ইজিবাইক যাত্রী নিয়ে জামালপুর শহর থেকে চন্দ্রা এলাকায় যাচ্ছিল। ইজিবাইকটি চন্দ্রা রেললাইন অতিক্রম করার সময় ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী ট্রেনের ধাক্কায় ইজিবাইকের চালক ও এর চার যাত্রী নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় আহত হন আরও তিন যাত্রী। হতাহত সবার বাড়ি জামালপুর শহরের চন্দ্রা ও কম্পোপুর এলাকায়।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর