ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এক মিনিটে দেখে নিন আপনার মোবাইলটি অরজিনাল না নকল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  আমরা অনেকেই নামি দামি কোম্পানির মোবাইল ফোন কিনে থাকি। ভালো একটা কোম্পানির মোবাইল কিনতে মোটামুটি টাকার অংক গুনতে হয়। আর আমাদের কে ফোন গুলোর গুনগত মান কিংবা অর্জিনাল সম্পর্কে সন্ধেহ থেকেই যায়। বাজারে যে ভাবে নকল বা কপি বা মাস্টার কপি বের হচ্ছে তাতে করে ভাল ফোন চিনতে সমস্যা হয়ে যায়।

যাই হোক, এক মিনিটেই দেখে নিন আপনার সখের ফোনসেট অর্জিনাল নাকি নকল? আপনের IMEI number দিয়েই সহজেই মোরাইলের যাবতীয় তথ্য বের করা যাবে।যদি ফোনের সকল তথ্য বের হয় তা হলে সেটা হবে অর্জিনাল ফোন। আর আজে বাজে কিছু আসলে ধরে নিতে হবে এটার মাঝে ভেজাল আছে।

প্রথমে ফোনের *#06# চাপুন। দেখবেন ১৫ টি সংখার imei নাম্বার আসছে।তারপর এই লিংকে যান এখানে যান। এর উপরে যে ফাকা যায়গা দেখবেন সেখানে এই ১৫টি সংখা বসিয়ে check চাপুন। নিচের ছবিটির মতো; তারপর আপনার মোবাইলের যাবতীয় সকল তথ্য বের হবে। যদি তথ্য না আসে তাহলে আপনার মোবাইলটি অর্জিনাল নয়। আমার এ টিউনটি যদি আপনার উপকারে আসে তাহলে জানাতে ভুলবেন না। দোয়া করবেন পরবর্তিতে আপনাদের কাছে মানসম্যত টিউন দিতে পারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

এক মিনিটে দেখে নিন আপনার মোবাইলটি অরজিনাল না নকল

আপডেট টাইম : ০৮:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  আমরা অনেকেই নামি দামি কোম্পানির মোবাইল ফোন কিনে থাকি। ভালো একটা কোম্পানির মোবাইল কিনতে মোটামুটি টাকার অংক গুনতে হয়। আর আমাদের কে ফোন গুলোর গুনগত মান কিংবা অর্জিনাল সম্পর্কে সন্ধেহ থেকেই যায়। বাজারে যে ভাবে নকল বা কপি বা মাস্টার কপি বের হচ্ছে তাতে করে ভাল ফোন চিনতে সমস্যা হয়ে যায়।

যাই হোক, এক মিনিটেই দেখে নিন আপনার সখের ফোনসেট অর্জিনাল নাকি নকল? আপনের IMEI number দিয়েই সহজেই মোরাইলের যাবতীয় তথ্য বের করা যাবে।যদি ফোনের সকল তথ্য বের হয় তা হলে সেটা হবে অর্জিনাল ফোন। আর আজে বাজে কিছু আসলে ধরে নিতে হবে এটার মাঝে ভেজাল আছে।

প্রথমে ফোনের *#06# চাপুন। দেখবেন ১৫ টি সংখার imei নাম্বার আসছে।তারপর এই লিংকে যান এখানে যান। এর উপরে যে ফাকা যায়গা দেখবেন সেখানে এই ১৫টি সংখা বসিয়ে check চাপুন। নিচের ছবিটির মতো; তারপর আপনার মোবাইলের যাবতীয় সকল তথ্য বের হবে। যদি তথ্য না আসে তাহলে আপনার মোবাইলটি অর্জিনাল নয়। আমার এ টিউনটি যদি আপনার উপকারে আসে তাহলে জানাতে ভুলবেন না। দোয়া করবেন পরবর্তিতে আপনাদের কাছে মানসম্যত টিউন দিতে পারি।