ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় বজ্রপাতে দুই আদিবাসী নারীসহ নিহত ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • ১৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বজ্রপাতে ২ আদিবাসী নারীসহ ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার দুরপুর ইউনিয়নের আঘোর গ্রামের কছিমুদ্দিনের ছেলে আনজারুল ইসলাম (৩৫), উপজেলার পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের আদিবাসী বিরমল হেমরমের স্ত্রী তিন সন্তানের জননী লিলাবতী মারডী (৩৫) এবং সুতার মারডীর স্ত্রী দুই সন্তানের জননী গোলাপী মুর্মু (৩০)।

জানা যায়, গতকাল সোমবার বিকেল পৌনে ৫টার সময় নিয়ামতপুর উপজেলার আঘোর গ্রামের আনজারুল ইসলাম নিজ বাড়ির সামনে ছাগল চরাচ্ছিল সেই সময় বজ্রপাত হলে আনজারুল ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে সাতঘরা গ্রামের লিলাবতী মারডী ও গোলাপী মুর্মু নিজ বাড়িতে দেয়ালে মাটি লাগাচ্ছিল এমন সময় বজ্রপাত বাড়ির টিন ছিদ্র করে ঘরের মধ্যে পড়লে তারাও ঘটনাস্থলেই মারা যান। একই সময় বিশ্বনাথের স্ত্রী দুলালী মারডী আহত হন।

নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম খান বজ্রাঘাতের ঘটনায় ৩জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নওগাঁয় বজ্রপাতে দুই আদিবাসী নারীসহ নিহত ৩

আপডেট টাইম : ১১:৪৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বজ্রপাতে ২ আদিবাসী নারীসহ ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার দুরপুর ইউনিয়নের আঘোর গ্রামের কছিমুদ্দিনের ছেলে আনজারুল ইসলাম (৩৫), উপজেলার পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের আদিবাসী বিরমল হেমরমের স্ত্রী তিন সন্তানের জননী লিলাবতী মারডী (৩৫) এবং সুতার মারডীর স্ত্রী দুই সন্তানের জননী গোলাপী মুর্মু (৩০)।

জানা যায়, গতকাল সোমবার বিকেল পৌনে ৫টার সময় নিয়ামতপুর উপজেলার আঘোর গ্রামের আনজারুল ইসলাম নিজ বাড়ির সামনে ছাগল চরাচ্ছিল সেই সময় বজ্রপাত হলে আনজারুল ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে সাতঘরা গ্রামের লিলাবতী মারডী ও গোলাপী মুর্মু নিজ বাড়িতে দেয়ালে মাটি লাগাচ্ছিল এমন সময় বজ্রপাত বাড়ির টিন ছিদ্র করে ঘরের মধ্যে পড়লে তারাও ঘটনাস্থলেই মারা যান। একই সময় বিশ্বনাথের স্ত্রী দুলালী মারডী আহত হন।

নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম খান বজ্রাঘাতের ঘটনায় ৩জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।