পুলিশের সক্ষমতার ফল জনগণই পাচ্ছে : গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ

পুলিশের ৩৭তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আছাদুজ্জামান মিয়া।

গাজীপুরের পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশীদের সভায় উপস্থপনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, ‘পুলিশ বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গৌরবময় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ৬৯ এর গণঅভূথ্যানে ঢাকার এসপি ছিলেন মামুন মাহমুদ। আমি তখন বিশ্ববিদ্যলয়ের ছাত্র। আমি ওনাকে মামুন ভাই বলে ডাকতাম। ১৪৪ ধারা জারি ভঙ্গ করে আমরা মিছিল করেছিলাম। কিন্তু ওনারা তখনও আমাদের কিছুই বলেনি।’

স্বরাষ্ট মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘২০১৩ সালের হেফাজত ইসলামের তাণ্ডব পুলিশ সফলভাবে দমন করেছিল। এছাড়াও পুলিশের ২০১৪ সালের নির্বাচন, ২০১৫ সালের পেট্রোল বোমায় আগুন দিয়ে মানুষ হত্যা, গুলশানের হলি আর্টিজান বেকারিতে সফল অভিযান করেছেন। আমি যখনই বিদেশে যাই তখন সেখানে সবাই আমাকে বলে তোমরা কীভাবে জঙ্গি দমনে সফল হলে।’

বাংলাদেশ পুলিশেন মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, ‘পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা দাবি-দাওয়া আদায় করি না। পুলিশের সক্ষমতা বৃদ্ধি পুলিশের জন্য নয়, জনগণের জন্য। কারণ দেশের মালিক জনগণ। পুলিশের সক্ষমতার ফল এখন জনগণ পাচ্ছে।’

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জমানান মিয়া বলেন, ‘পুলিশের আইজিপিকে সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি শাহাদৎ বরণ করায় সেই মর্যদা কেড়ে নেওয়া হয়েছে। তার সুযোগ্য মেয়ে ক্ষমতায় এসে আবারও পুলিশের সেই মর্যাদা ফিরিয়ে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর