ঢাকার কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- মো. আশরাফুল ইসলাম (২০) ও জিত সরকার (১৯)। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এই পৈশাচিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় গত শনিবার রাত ১০টায় জনৈক বুড়ির বাড়িতে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম সুমন জানান, গত শনিবার রাত ১০টায় চার মাসের এক অন্তঃসত্ত্বা নারী ইকুরিয়া এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। এ সময় জিৎ সরকার ও আশরাফুল ইসলাম নামে দুই তরুণ তাকে আশ্রয় এবং খাবার দেয়ার কথা বলে বুড়ির বাড়িতে নিয়ে যায়। পরে তাদের সাথে আরো দুজন যুক্ত হয়ে তারা পালাক্রমে ভিকটিমকে গণধর্ষণ করে। ভিকটিম চিৎকার শুনে এলাকাবাসীরা এগিয়ে এসে দুই ধর্ষণকারীকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। গ্রেফতারকৃত আশরাফুলের বাবার নাম মাসুদ ফরাজী। তার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের পান গাও এলাকায়। আর জিৎ সরকারের বাবার নাম সৌম্য সরকার। তার বাড়ি একই এলাকায়। এই ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে শনিবার রাতেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করে। সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে পাঠালে আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।