ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ব্যাংক জালিয়াতি মামলায় দন্ডপ্রাপ্ত আসামী মোহাম্মদ মামুনুর রশিদ ফাত্তাহকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার সকালে গফরগাঁও থানার এএসআই মোঃ পুলিশের র্ফোস নিয়ে ঢাকার শান্তিবাগের বাসা থেকে গ্রেফতার করে এই প্রতারককে ।
গ্রেফতারের পর আসামীকে গফরগাঁও থানায় আনা হয় । বিভিন্ন ভুক্তভোগীরা সাংবাদিকদেরকে জানান, বিগত আওয়ামী সরকারের সময়ে দায়িত্ব থাকা প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান জনতা ব্যাংকের এমডি মোঃ মজিবুর রহমানের নাম ভাঙ্গিয়ে এমডির সহোদর শ্যালক মোঃ মামুনুর রশিদ ফাত্তাহ লোকজনকে বিভিন্ন ব্যাংকের চাকরি দেয়ার নাম করে প্রায় কোটি কোটি টাকা হাতিয়ে নেয় ।
চাকরির নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে বহু অংকের টাকা নিয়ে নিজের মোবাইল নম্বর ও বাসস্থান পরির্বতন করে আত্মগোপনে চলে যেতেন । পরিবারের লোকজনকে জানালেও তার অপকর্মের দায়িত্ব নিতে চায়না কেউ ।
এ ব্যাপারে মামলার বাদী মোঃ নাহিদ বলেন . আমি আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছি ।ফাত্তাহকে গ্রেফতার করলেও তাকে সাহায্যকারীদেরও আইনের আওতা আনা উচিত ।
গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন ,আসামী অর্থ লোনের দায়ে আদালতে দন্ডপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন । গফরগাঁও থানার পুলিশ সোমবার গ্রেফতার করে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়েছে ।