রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল মাহমুদ মন্টুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ সোমবার দুপুরে পেঁয়াজ ক্ষেতে ওষুধ দেওয়ার সময় এলাকাবাসী তাকে চিনে ফেলে এবং চারদিক থেকে ঘিরে রাখে পুলিশে খবর দেয়।
গ্রেপ্তার হওয়া সোহেল মাহমুদ মন্টু বালিয়াকান্দি সদর ইউনিয়নের দুর্গাবদ্দী গ্রামের মৃত আবুল বাসার ভূঁইয়ার ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হওয়ার আগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা রয়েছে। সোমবার দুপুরে একটি পেঁয়াজ ক্ষেতে ওষুধ দেওয়ার সময় এলাকাবাসী তাকে চিনে ফেলে এবং চারদিক থেকে ঘিরে রাখে। পরে বালিয়াকান্দি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, এলাকাবাসী সোহেল মাহমুদকে আটক করে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে তাকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
Reporter Name 






















