ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জে লোড়া পীরের মাজারে আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২ বার

সুনামগঞ্জের ধর্মপাশায় লোড়া পীরের মাজারে আগুনের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে উপজেলা সদরের রাজনগর (হাসপাতাল সংলগ্ন) গ্রামে অবস্থিত ওই মাজারে আগুনের ঘটনা ঘটে। আগুনে মাজারের মূল স্থান (কবর), ডেকোরেশন ও সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল রবিবার সকাল থেকে ওই মাজারে তিন দিনব্যাপী ৪৩তম ওরস শুরু হয়। রবিবার দিবাগত মধ্যরাত পর্যন্ত ওরসের কার্যক্রম চলে। আজ ভোরে আগুনের ঘটনা ঘটে। বিষয়টি মাজার কর্তৃপক্ষের নজরে এলে সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মাজারের খাদেম খলিলুর রহমান বলেন, দীর্ঘ ৪২ বছর ধরে নির্বিঘ্নে ওরস হয়ে আসছে। কখনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু এবার কে বা কারা মাজারে আগুন দিয়ে আতঙ্ক ছড়িয়েছে। আপাতত ওরসের কার্যক্রম বন্ধ আছে। প্রশাসনের অনুমিতি পেলে আবারও কার্যক্রম চালানো হবে।

উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের সভাপতি জুবায়ের পাশা হিমু বলেন, তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা উচিত, নইলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সুনামগঞ্জে লোড়া পীরের মাজারে আগুন

আপডেট টাইম : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশায় লোড়া পীরের মাজারে আগুনের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে উপজেলা সদরের রাজনগর (হাসপাতাল সংলগ্ন) গ্রামে অবস্থিত ওই মাজারে আগুনের ঘটনা ঘটে। আগুনে মাজারের মূল স্থান (কবর), ডেকোরেশন ও সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল রবিবার সকাল থেকে ওই মাজারে তিন দিনব্যাপী ৪৩তম ওরস শুরু হয়। রবিবার দিবাগত মধ্যরাত পর্যন্ত ওরসের কার্যক্রম চলে। আজ ভোরে আগুনের ঘটনা ঘটে। বিষয়টি মাজার কর্তৃপক্ষের নজরে এলে সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মাজারের খাদেম খলিলুর রহমান বলেন, দীর্ঘ ৪২ বছর ধরে নির্বিঘ্নে ওরস হয়ে আসছে। কখনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু এবার কে বা কারা মাজারে আগুন দিয়ে আতঙ্ক ছড়িয়েছে। আপাতত ওরসের কার্যক্রম বন্ধ আছে। প্রশাসনের অনুমিতি পেলে আবারও কার্যক্রম চালানো হবে।

উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের সভাপতি জুবায়ের পাশা হিমু বলেন, তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা উচিত, নইলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।