ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা, যুবক নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮ বার

কক্সবাজার শহরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য স্থানীয়দের উচ্ছেদ চেষ্টাকে কেন্দ্র করে বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের ফাঁকা গুলিবর্ষণে এক যুবক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম শিহাব কবির নাহিদ (৩০)। তিনি একই এলাকার নাছির উদ্দিনের ছেলে। পেশায় একজন ব্যবসায়ি। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ নিয়ে পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্টরা ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে না পারলেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনায় একজন নিহত এবং পাঁচজন চিকিৎসাধীন থাকার তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের পুলিশ বক্সের কর্তব্যরত ইনচার্জ সাইফুল ইসলাম।

এ বিষয়ে সমিতি পাড়ার বাসিন্দা মুজাহিদুল ইসলাম বলেন, ‘দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্যত্রে সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনী সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং এলাকাবাসীর প্রতিনিধিদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল। এ জন্য দুপুর ১২টার দিকে সমিতি পাড়ার বাসিন্দা জনৈক মো. জাহিদসহ আরও কয়েকজন ইজিবাইক যোগে জেলা প্রশাসন কার্যালয়ে আসছিলেন। তাদের বহনকারি গাড়িটি ডায়াবেটিক পয়েন্ট এলাকাস্থ বিমান বাহিনীর চেকপোস্টে পৌঁছালে থামানো হয়। এসময় বিমান বাহিনীর সদস্যরা জাহিদকে গাড়ি থেকে নামায়। পরে দুই পক্ষ তর্কে জড়ায়। জাহিদকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। এসময় এলাকাবাসী জাহেদকে নিয়ে যেতে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘সংঘর্ষের এক পর্যায়ে বিমান বাহিনীর সদস্যরা এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করে। এতে অন্তত ১০/১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘এ ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত কিভাবে তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে জানানো যাবে।’

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কক্সবাজার বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে কিছু দুর্বৃত্ত। বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত এই হামলা চালায়।

এক বার্তায় আইএসপিআর জানায়, হামলার ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলা, যুবক নিহত

আপডেট টাইম : ০৬:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

কক্সবাজার শহরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য স্থানীয়দের উচ্ছেদ চেষ্টাকে কেন্দ্র করে বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের ফাঁকা গুলিবর্ষণে এক যুবক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম শিহাব কবির নাহিদ (৩০)। তিনি একই এলাকার নাছির উদ্দিনের ছেলে। পেশায় একজন ব্যবসায়ি। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ নিয়ে পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্টরা ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে না পারলেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনায় একজন নিহত এবং পাঁচজন চিকিৎসাধীন থাকার তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের পুলিশ বক্সের কর্তব্যরত ইনচার্জ সাইফুল ইসলাম।

এ বিষয়ে সমিতি পাড়ার বাসিন্দা মুজাহিদুল ইসলাম বলেন, ‘দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্যত্রে সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনী সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং এলাকাবাসীর প্রতিনিধিদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল। এ জন্য দুপুর ১২টার দিকে সমিতি পাড়ার বাসিন্দা জনৈক মো. জাহিদসহ আরও কয়েকজন ইজিবাইক যোগে জেলা প্রশাসন কার্যালয়ে আসছিলেন। তাদের বহনকারি গাড়িটি ডায়াবেটিক পয়েন্ট এলাকাস্থ বিমান বাহিনীর চেকপোস্টে পৌঁছালে থামানো হয়। এসময় বিমান বাহিনীর সদস্যরা জাহিদকে গাড়ি থেকে নামায়। পরে দুই পক্ষ তর্কে জড়ায়। জাহিদকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। এসময় এলাকাবাসী জাহেদকে নিয়ে যেতে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘সংঘর্ষের এক পর্যায়ে বিমান বাহিনীর সদস্যরা এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করে। এতে অন্তত ১০/১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘এ ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত কিভাবে তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে জানানো যাবে।’

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কক্সবাজার বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে কিছু দুর্বৃত্ত। বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত এই হামলা চালায়।

এক বার্তায় আইএসপিআর জানায়, হামলার ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।