ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কোটি টাকার সেতু পার হতে লাগে বাঁশের সাঁকো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩ বার

মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটবালী থেকে সূর্যমনি বাজারে যাতায়াতের সুবিদার্থে সূর্যমনি খালের ওপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৪২ মিটারের সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।গত এক বছর আগে সেতু নির্মাণের মূলকাজ সম্পূর্ণ হলেও বাজারে সঙ্গে সংযোগ সড়ক না করায় রায়পুর, ভাটবলী, বড় চরলক্ষ্মীপুর গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে।

এমনকি জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থ রোগীদের কোলে করে সাঁকো দিয়ে পারাপার হতে হয়। এতে সেতুটি উপকারের পরিবর্তে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এলাকার পথচারীদের কাছে।

সূর্মমনি বাজারের সিনিয়র সহ সভাপতি হাসান মুন্সী বলেন, ‘পাঁচ কোটি টাকার এই ব্রিজটির কাজ শুরু হলে এই এলাকার মানুষের স্বপ্ন পূরণ হয়। কিন্তু ব্রিজের দুই পাশে এখনো সংযোগ সড়ক না হওয়ায় আমার ব্রিজটির কোনো সুবিধাই ভোগ করতে পারছি না। প্রতি দুই-তিন মাস অন্তর দুই পাশে বাঁশের সাঁকো মেরামত করতে হয়। আর সেই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী। সরকারের কাছে দাবি জানাই দ্রুত ব্রিজের দুই সংযোগ সড়কটি করে দেয়। যাতে এলাকার মানুষ ব্রিজটির সুফল পেতে পারে। ’

উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘সূর্যমনি বাজরে এলজিইডির নির্মিত সেতুটি ইতোমধ্যে নির্মাণ সম্পূর্ণ হয়েছে ও সেতুর একপাশের সংযোগ সড়ক ইতোমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। বাজারের পাশের সংযোগ সড়ক বাস্তবায়নে একটু জটিলতা আছে। কারণ বাজারের কিছু দোকান রয়েছে। আমরা ইতোমধ্যে উপজেলা প্রশাসনের ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছি। তারা উদ্যোগ নিচ্ছে। আশা করি দ্রুত জনগণের এই সমস্যা লাগব করতে পারব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, ‘কালকিনি উপজেলার সূর্যমনি বাজারের নবনির্মিত সেতুটি জনগণের চলাচলের উপযোগী করার জন্য আমরা সংযোগ সড়কটির ওপর স্থায়ী ও অস্থায়ী স্থাপনা অপসারনের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কোটি টাকার সেতু পার হতে লাগে বাঁশের সাঁকো

আপডেট টাইম : ০৭:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটবালী থেকে সূর্যমনি বাজারে যাতায়াতের সুবিদার্থে সূর্যমনি খালের ওপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৪২ মিটারের সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।গত এক বছর আগে সেতু নির্মাণের মূলকাজ সম্পূর্ণ হলেও বাজারে সঙ্গে সংযোগ সড়ক না করায় রায়পুর, ভাটবলী, বড় চরলক্ষ্মীপুর গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে।

এমনকি জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থ রোগীদের কোলে করে সাঁকো দিয়ে পারাপার হতে হয়। এতে সেতুটি উপকারের পরিবর্তে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এলাকার পথচারীদের কাছে।

সূর্মমনি বাজারের সিনিয়র সহ সভাপতি হাসান মুন্সী বলেন, ‘পাঁচ কোটি টাকার এই ব্রিজটির কাজ শুরু হলে এই এলাকার মানুষের স্বপ্ন পূরণ হয়। কিন্তু ব্রিজের দুই পাশে এখনো সংযোগ সড়ক না হওয়ায় আমার ব্রিজটির কোনো সুবিধাই ভোগ করতে পারছি না। প্রতি দুই-তিন মাস অন্তর দুই পাশে বাঁশের সাঁকো মেরামত করতে হয়। আর সেই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী। সরকারের কাছে দাবি জানাই দ্রুত ব্রিজের দুই সংযোগ সড়কটি করে দেয়। যাতে এলাকার মানুষ ব্রিজটির সুফল পেতে পারে। ’

উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘সূর্যমনি বাজরে এলজিইডির নির্মিত সেতুটি ইতোমধ্যে নির্মাণ সম্পূর্ণ হয়েছে ও সেতুর একপাশের সংযোগ সড়ক ইতোমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। বাজারের পাশের সংযোগ সড়ক বাস্তবায়নে একটু জটিলতা আছে। কারণ বাজারের কিছু দোকান রয়েছে। আমরা ইতোমধ্যে উপজেলা প্রশাসনের ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছি। তারা উদ্যোগ নিচ্ছে। আশা করি দ্রুত জনগণের এই সমস্যা লাগব করতে পারব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, ‘কালকিনি উপজেলার সূর্যমনি বাজারের নবনির্মিত সেতুটি জনগণের চলাচলের উপযোগী করার জন্য আমরা সংযোগ সড়কটির ওপর স্থায়ী ও অস্থায়ী স্থাপনা অপসারনের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’