ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েটের ঘটনায় শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে: রেজাউল করিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫ বার

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘটিত ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে ফুড প্যাকেজ বিতরণকালে রেজাউল করিম এসব কথা বলেন।

তিনি বলেন, কুয়েটের সংঘটিত ঘটনাটি দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। সেখানে ছাত্রশিবিরকে জড়িয়ে কিছু মিথ্যাচার করা হয়েছে। পরবর্তীতের বের হয়ে আসছে ঘটনাটির সঙ্গে একটি ছাত্রসংগঠন জড়িত। বৈষম্যবিরোধী ছাত্ররা ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল এবং সিট দখল চায় না, সেই অবস্থার প্রেক্ষাপটে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ব্লেইম গেইমের রাজনীতি বন্ধ করা উচিত। প্রযুক্তির এই যুগে মিথ্যাচারের রাজনীতি থাকা উচিত নয়। ছাত্র শিবির বরবরই ক্যাম্পাসে সহনশীল, নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করে আসছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা উচিত।

তিনি আরও বলেন, বিগত দিনে ছাত্রলীগ ক্যাম্পাসে যে কাজগুলো করেছে, আমরা প্রত্যাশা করব কোনো ছাত্র সংগঠন যেন সেই ভাষায় কথা না বলে। সেই পদ্ধতিতে রাজনীতি না করে। বরং এক সাগর রক্ত পাড়ি দিয়ে দেশের একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্যে জনগণ তাকিয়ে আছে। আমরা মনে করব সবাই ইতিবাচক মনোভাবের রাজনীতি নিয়ে এগিয়ে যাব।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর শিবিরের সাবেক সভাপতি আবু জাফর, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হাসনাইন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আমির হোসেন, হাজিরপাড়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান ও সেক্রেটারির হাফিজুর রহমান সজিব প্রমুখ।

প্রসঙ্গত, রেজাউল করিমের উদ্যোগে রমজান উপলক্ষে ১ হাজার পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ২০০ জনকে এ খাদ্যসামগ্রি দেওয়া হয়। এতে ২৫ কেজি চাল, তেল, লবণ, খেজুর, ছোলা, চিনি ও পেঁয়াজ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কুয়েটের ঘটনায় শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে: রেজাউল করিম

আপডেট টাইম : ০৭:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘটিত ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে ফুড প্যাকেজ বিতরণকালে রেজাউল করিম এসব কথা বলেন।

তিনি বলেন, কুয়েটের সংঘটিত ঘটনাটি দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। সেখানে ছাত্রশিবিরকে জড়িয়ে কিছু মিথ্যাচার করা হয়েছে। পরবর্তীতের বের হয়ে আসছে ঘটনাটির সঙ্গে একটি ছাত্রসংগঠন জড়িত। বৈষম্যবিরোধী ছাত্ররা ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল এবং সিট দখল চায় না, সেই অবস্থার প্রেক্ষাপটে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ব্লেইম গেইমের রাজনীতি বন্ধ করা উচিত। প্রযুক্তির এই যুগে মিথ্যাচারের রাজনীতি থাকা উচিত নয়। ছাত্র শিবির বরবরই ক্যাম্পাসে সহনশীল, নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করে আসছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা উচিত।

তিনি আরও বলেন, বিগত দিনে ছাত্রলীগ ক্যাম্পাসে যে কাজগুলো করেছে, আমরা প্রত্যাশা করব কোনো ছাত্র সংগঠন যেন সেই ভাষায় কথা না বলে। সেই পদ্ধতিতে রাজনীতি না করে। বরং এক সাগর রক্ত পাড়ি দিয়ে দেশের একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্যে জনগণ তাকিয়ে আছে। আমরা মনে করব সবাই ইতিবাচক মনোভাবের রাজনীতি নিয়ে এগিয়ে যাব।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর শিবিরের সাবেক সভাপতি আবু জাফর, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হাসনাইন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আমির হোসেন, হাজিরপাড়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান ও সেক্রেটারির হাফিজুর রহমান সজিব প্রমুখ।

প্রসঙ্গত, রেজাউল করিমের উদ্যোগে রমজান উপলক্ষে ১ হাজার পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ২০০ জনকে এ খাদ্যসামগ্রি দেওয়া হয়। এতে ২৫ কেজি চাল, তেল, লবণ, খেজুর, ছোলা, চিনি ও পেঁয়াজ রয়েছে।