রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় মোছা. নাজমা বেগম (৪২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নাজমা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোয়ালন্দঘাট থানার পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাজমা গোয়ালন্দ উপজেলার হাবিল মন্ডল পাড়ার মো. ইউনুছ শেখের স্ত্রী।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি করাসহ নানা অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম বাদী হয়ে ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর দায়ের করা মামলার আসামি নাজমাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।