দিনাজপুরের চিরিরবন্দরে ভেকু বহনকারী ট্রাক্টরের সামনের চাকা ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ভেকুর ড্রাইভার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন ট্রাক্টর ড্রাইভার।
গতকাল মঙ্গলবার বিকেলে চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের হাইসর মিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জুয়েল রানা (২৪)। তিনি টাংগাইল জেলার কালিহাতি উপজেলার নরসিংদা এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাজেদুল (১৮) নামের ট্রাক্টর ড্রাইভার। তিনি চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী হাজীপাড়া এলাকার সাদেকুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভেকু বহনকারী ট্রাক্টরটিতে সাইতাড়া ইউনিয়নের হাটখোলা থেকে ভেকু তুলে চিরিরবন্দর নেওয়ার পথে ঘুঘুরাতলী-রানীরবন্দর সড়কের হাইসোর মিল এলাকায় পৌছালে ট্রাক্টরের সামনের ডান পাশের চাকা ভেঙ্গে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ভেকুর ড্রাইভার মারা যান এবং অপরজনকে চিরিরবন্দর থানা পুলিশ, চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা প্রায় সাড়ে ৪ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে ট্রাক্টর ড্রাইভারকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত করেছেন।