ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকারে রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে নবীগঞ্জ উপজেলার জনতার বাজার সংলগ্ন গজনাইপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. সাজিদুর রহমান জানান, ভোর ৬টা ৫৯ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানেপৌঁছে মহাসড়কের ওপর আড়াআড়িভাবে রাখা প্রাইভেটকারে আগুন জ্বলতে দেখেন। এরপর তারা আগুন নিভিয়ে ফেলেন।
তিনি জানান, প্রাইভেটকারের ভেতরে গ্যাস সিলিন্ডার অক্ষত ছিল। গাড়ির ভেতর তারা কোনো কিছু পাননি।