কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক নিহত। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী অপর দুই কিশোর।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কের বাহাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফনানুল ইসলাম ফাহাদ (২৪) পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া উত্তরপাড়া গ্রামের কামরুল ইসলামের ছেলে। আহতরা হলেন, নাইম (১৮) এবং শাকিল (১৮)।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন তথ্যটি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, “পাকুন্দিয়া বাজার থেকে একটি মোটরসাইকেলে চড়ে বাহাদিয়ার দিকে যাচ্ছিলেন তিন বন্ধু ফাহাদ, নাইম এবং শাকিল। পথে বাহাদিয়া পাঠানবাড়ির কাছে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী আফনানুল ইসলাম ফাহাদ। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের অপর দুই আরোহী নাইম এবং শাকিলকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে, উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।”
ওসি মো. সাখাওয়াৎ হোসেন আরও জানান, “এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”