পাবনার সাঁথিয়ার জোড়গাছা ব্রীজের পাশে পুকুর থেকে এক অটোরিকশা চালকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
আজ শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অটোরিকশা চালক সুজন (৪০) উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়ীয়া গ্রামের ইছাক প্রামানিকের ছেলে।
নিহত সুজনের মেজ ভাই আ. ওহাব জানান, সুজন জোড়গাছা গ্রামে তার শশুর আজগর আলীর বাড়িতে থাকেন। গত শুক্রবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে কারো সাথে কথা বলে সুজন অটোরিকশা নিয়ে বের হয়ে যান। রাতে বাড়ি ফিরেন নাই। এরপর তারা বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। আজ শনিবার সকালে স্থানীয়রা উক্ত জোড়গাছা- স্বরপ ব্রীজের পাশে পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করলে পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেন। পরিবারের ধারণা, সুজনকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। অটোভ্যান পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, অটোভ্যানের জন্যই তাকে হত্যা করা হয়েছে।
তিনি জানান, মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে। তদন্ত চলছে। মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।