চাঁদপুর শহরে যৌথ বাহিনীর অভিযানে একটি শটগান ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে শহরের ওয়্যারলেস মোড়, মুন্সিবাড়ী, ইবুগাজী মেস এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আজ সকালে এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন মো. মামুন (২৮), আব্দুল হালিম রকি (২৩), মো. বেলাল (৪০), মো. সুজন (২৮) ও মো. লিটন (২৫)।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে ওয়্যারলেস মোড়, মুন্সিবাড়ী, ইবুগাজী মেস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি শটগান, তিনটি শটগান এ্যামুনিশন, একটি ওয়ার রড কাটার, একটি গ্রাইন্ডার মেশিন, একটি নাট রেঞ্জ, দুটি পাইপ স্টিক, একটি মাঝারি হাতুড়ি, একটি চাকু, একটি শিলাই রেঞ্জ, একটি কাটিং প্লাস, একটি রশি, একটি গাড়ির নেমপ্লেট যার নম্বর, তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবন পাইপ উদ্ধার করা হয়।
চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, আটক ৫ ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র ও দ্রব্যসামগ্রী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান থাকবে।