গাজীপুরের টঙ্গী এলাকার পূর্ব এবং পশ্চিম থানায় গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দীন মোহাম্মদ (৫৫), মিজান (৩৫), মোহাম্মদ বাবুল (৫৪), আজমি আবেদিন লালন (৩৯), ইয়াসিন (৩২) ও ফকির রেজা (৪০)। তারা আওয়ামী লীগ অঙ্গসহযোগী সংগঠনের সক্রিয় নেতৃবৃন্দ বলে জানা গেছে।
এর আগে ১৯ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ।
জানা যায়, অপারেশন ডেভিল হান্ট অভিযানে টঙ্গির আইনশৃঙ্খলা অবস্থা উন্নতি হয়েছে। কমে গেছে ছিনতাই, মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা। বিশেষ করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাদককারবারী, ছিনতাইকারীরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। যার ফলে টঙ্গীতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এসেছে বলে জানা গেছে।
সাধারণ মানুষ দাবি করেন, এরকম অভিযান অব্যাহত থাকলে আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারব। এ সময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনি দাবি করেন, টঙ্গী পশ্চিম থানা এলাকায় আইনশৃঙ্খলার অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে।
এদিকে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় টঙ্গী পূর্ব থানায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা অবস্থার উন্নতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, টঙ্গী পূর্ব থানার আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটা ভাল। আশা করছি, সামনে আরও উন্নতি হবে।