কুড়িগ্রামের রাজারহাটে জমিদখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের রামদায়ের আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৯টায় উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোঙারকুটি গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় দুপুর আড়াইটা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আহতরা হলেন, রেহানা বেগম (৬০), আব্দুল জব্বার (৭৫), মাইদুল ইসলাম (৪২), ফারুক আহম্মেদ (৩৮), সুজন (৩৫)। অন্যান্য আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, ওই গ্রামের মৃত আব্দুল গফুর গংয়ের সঙ্গে একই গ্রামের আব্দুল জব্বারের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে কুড়িগ্রাম আদালতে মামলাও চলমান রয়েছে। আজ সোমবার সকাল ৯টায় বিরোধপূর্ণ জমিতে অস্ত্র-সস্ত্রে সর্জ্জিত হয়ে জমিদখল নিতে উভয়পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষরা রামদা দিয়ে বেলাল হোসেনকে (৬২) এলোপাতারি কুপিয়ে আহত করে। পরে এলাকাবাসীরা বেলাল হোসেনকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের শিকার বেলাল হোসেনের ছেলে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আসামি গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।