সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ৯ নং হেলাতলা ইউনিয়নের মানবিক আস্থা ফাউন্ডেশন এর উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আস্থা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ( মনির) উদ্ভোদন করেন। এই সময় এলেকার হতদরিদ্র অসহায় অসুস্থ প্রায় ৩৫০ থেকে ৪০০ জন রুগিকে চিকিৎসা সেবা টেস্ট ও ফ্রীতে ঔষধ সরবরাহ করা হয়। বেশিরভাগ রুগি ছিল নির্মআয়ের বয়স্ক মানুষ মহিলা এবং শিশু। এলেকার মানুষ এই মানবিক আস্থা ফাউন্ডেশন এর ফ্রী মেডিকেল ক্যাম্পের সেবা পেয়ে অত্যান্ত খুশি হয়েছে।রুগিদের মন্তব্য যেখানে তাদের শহরে যেয়ে সাধ্যের বাইরে চিকিৎসা সেবা টেস্ট করতে হিমসিম খেতে হয় সেখানে তারা ডাক্তার দেখানো টেস্ট এবং ঔষধ সম্পন্ন ফ্রীতে পেয়েছেন। চারজন এম বি বি এস ডাক্তার এই সেবা প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন মানবিক আস্থা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, অর্থ সম্পাদ মেহেদী হাসান জুয়েল,সিনিয়র সভাপতি শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান তুহিন সহ কালাম,জুয়েল,জনি,গালিব,আরাফাত, রফিক, শাহিন,আসাদ বেলাল,রাজু,তারেক,লিটন। মানবিক আস্থা ফাউন্ডেশন সব সময় মানবিক কাজের সাথে সংযুক্ত থাকেন।
মানবিক আস্থা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির আমাদের প্রতিনিধি কে জানিয়েছেন মানবিক আস্থা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক মানবিক জনসেবামূলক সংগঠন। ৯ নং হেলাতলা ইউনিয়ন এর কিছু ইয়ং জেনারেশন একত্রিত হয়ে এই সংগঠন গড়ে তুলেন। এই সংগঠনের আর্থিক সহোযোগিতায় এলেকার চাকরিজীবী, মৎস্যজীবী ব্যবসায়ী সহ সবচেয়ে বেশি সাপোর্ট দেন সংগঠনের সভাপতি মোঃ শাহাদাত হোসেন এবং সহ সভাপতি আমিরিকান প্রবাসি মফিজুল ইসলাম মফি সহ আরও অনেকে। মানবিক আস্থা ফাউন্ডেশনের দায়িত্বশীল সদস্যরা জানিয়েছেন এই ফ্রী মেডিকেল ক্যাম্প প্রতি মাসে একবার আয়োজন করবেন।