মাছের প্রজনন বাড়াতে হাওরের পাশে কৃষিজমিতে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।আজ রবিবার মৌলভীবাজারের বাইক্কা বিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা। পরে হাওরের পাশে হাজীপুরের বসবাসরত মৎস্য ও কৃষির সঙ্গে জড়িত শতাধিক উপকার ভোগীদের সমস্যা নিয়ে কথা শুনেন এবং নানা বিষয়ে পরামর্শ দেন।
ফরিদা আখতার বলেন, ‘হাওরে ধান ও মাছ উৎপাদনে দুই মন্ত্রণালয় সংঘাতের মধ্যে আছে। হাওরের মাছের প্রজনন বৃদ্ধি করতে হলে ইজারায় স্বচ্ছতা আনতে হবে। সেইসঙ্গে হাওরের পাশে জমি চাষে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাইক্কা বিলের অন্যতম জাদুরি বিলটি খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দেশের অন্য অভয়াশ্রমগুলো খনন করা হবে।’
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর, মৎস্য অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসি, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসানসহ জেলা প্রশাসন ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।