সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পুকুর থেকে নিখোঁজের ১১ দিন পর শ্রমিক আয়নাল হোসেনের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই উপজেলার কামারপাড়া মহল্লার মৃত আবেদ আলীর ছেলে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। বেলকুচি থানার ওসি জাকেরিয়া হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকজনের সাথে আয়নালের দ্বন্দ ছিল এবং সে ১১ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করে তার সন্ধ্যান মেলেনি। শুক্রবার দুপুরে বেলকুচি পৌর এলাকার শেরনগর মহল্লার এক ব্যক্তি স্থানীয় পুকুরে নৌকা নিয়ে কচুরিপানা কাটতে যায়। এ সময় সে পুকুরে তার লাশ দেখতে পায়।
পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে তার লাশ প্রেরণ করে। এ ব্যাপারে শনিবার সকালে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। তবে এ হত্যা মামলায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন