সিরাজগঞ্জ শহরের বি.এ কলেজ রোডে একটি মিনি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে মার্কেটের একটি কম্পিউটার দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সদর থানার ওসি হুমায়ুন কবির ঘটনাস্থলে ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
এদিকে অগ্নিকাণ্ডের সময় আগুনের ধোঁয়া ও তীব্র লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের বাড়িগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অ্যাডভোকেট কর্ণারসহ আশপাশের ভবনের বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে চলে যান। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।