বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা ঘটনায় গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
আজ শনিবার বিকেলে তাকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের ডিসি (অপরাধ, উত্তর) রিয়াজউদ্দিন আহমেদ।
হামলার সময় খবর দেওয়ার পরও ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশ দেরি করেছিল বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এরপরও ওসিকে প্রত্যাহার করা হলো।
গতকাল শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে ছাত্ররা বন্ধ করতে গেলে তাদের ওপর হামলা হয়। এতে অন্তত ১৫ জন আহত হন।