সুনামগঞ্জের ৫টি আসনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল দলীয়ভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা না করলেও জেলার ৫টি আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মো. আব্দুল্লাহ।
জামায়াত ইসলামী দলীয় সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের পরপরই দেশের সুনামগঞ্জের ৫টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। তবে গতকাল শুক্রবার থেকে দলের প্রার্থীদের নাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করছেন সংগঠনের নেতাকর্মীরা।
সুনামগঞ্জের ৫টি আসনের জামায়াতের প্রার্থীরা হলেন সুনামগঞ্জ -১ আসনে (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) জেলা জামায়াতের আমির তাহিরপুরের বাসিন্দা উপাধ্যক্ষ মাও. তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ -২ আসনে (দিরাই ও শাল্লা উপজেলা) ইসলামী ছাত্র শিবিবের সাবেক সেক্রেটারী জেনারেল শাল্লার বাসিন্দা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মুহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ -৩ আসনে (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা) জামায়াতের পেশাজীবী সংগঠনের সিলেট জেলার সভাপতি জগন্নাথপুরের বাসিন্দা অ্যাড. ইয়াছিন খান, সুনামগঞ্জ-৪ আসনে (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা) জেলা জামায়াতের নায়েবে আমির সুনামগঞ্জ সদরের বাসিন্দা অ্যাড. শামসউদ্দীন, এবং সুনামগঞ্জ -৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার উপজেলা) সিলেটে জেলা জামায়াতের সূরা সদস্য ছাতকের বাসিন্দা মাও. আব্দুস সালাম আল মাদানী।
এ প্রসঙ্গে সুনামগঞ্জ জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মো. আব্দুল্লাহ বলেন,‘সুনামগঞ্জের ৫টি আসনেই আমাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্র থেকে গতরাতে আমাদেরকে পাঁচজন প্রার্থীদের নাম জানানো হয়েছে। আমাদের প্রার্থীগণ ও দলের নেতাকর্মীরা মাঠে নিয়মিত গণসংযোগ করছেন। ’
এদিকে আগামী ত্রয়োদশ (১৩তম) জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা ও সুনির্দিষ্ট দিন-ক্ষণ ঘোষণা না হলেও সুনামগঞ্জের বিভিন্ন আসনে সভা-সমাবেশ ও গণংযোগ শুরু করেছেন বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।