রাঙামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়াতে শিলা নামের তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়ে নিজ বাসা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিলার বাড়ি চট্টগ্রাম হাটহাজারিতে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছে, শিলার বাড়ি চট্টগ্রাম হাটহাজারীতে, তবে তিনি হিজড়া হওয়ায় নিজ বাড়িতে থাকতেন না। তিনি কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে বসবাস করতেন। শিলা উপজেলার হিজড়াদের নেতা হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন করানোর পর স্থানীয় এক ছেলেকে বিয়ে করেন। কিন্তু ছেলেটি মাদকাসক্ত হওয়ায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সেটি আদালত পর্যন্ত গড়িয়েছে। গত রবিবার রাত ১১টার পর শিলাদের বাসায় অপরিচিত ৪-৫ লোককে ঢুকতে দেখা গেছে। তবে তারা কখন বের হয়েছে সেটা কেউ দেখেননি। পরে গতকাল সন্ধ্যায় এলাকার একজন হিজড়া শিলার বাসায় গিয়ে তার সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা শিলার বাসার দরজা খুলে তার গলাকাটা মরদেহ দেখেতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে শিলার মরদেহ উদ্ধার করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘শিলা নামে এক হিজড়ার গলাকাটা মরদেহ উদ্ধার করে কাউখালী থানায় নিয়ে এসেছে পুলিশ। এটি একটি হত্যাকাণ্ড। তার গলায় ও পেটে কাটার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য শিলার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’