সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার নাশকতার মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সকালে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গতকাল শনিবার রাতে শান্তিগঞ্জ উপজেলা সদরের ডুংরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জুয়েল আহমদ ডুংরিয়া গ্রামের আব্দুল শহিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, বিশেষ অভিযানে নাশকতার মামলার আসামি হিসেবে জুয়েল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।