ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ২০ বার

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের চোখ-কান-নাক খোলা রাখতে হবে। অস্ত্র দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’
আজ রবিবার সকালে নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগের সাহাপুরে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে ৮৩ জন অসহায় পরিবারের মাঝে ৮৩ বান্ডেল ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জয়নুল আবদীন ফারুক বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সম্মান রক্ষা করেছেন। তিনি শুধু একজন নন্দিত নেতা নন বরং পৃথিবীর ইতিহাসে একটি জলন্ত উদাহরণ সৃষ্টি করেছেন।’

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের লজ্জা হওয়া উচিত। যাদের জন্য কবরস্থানে বা হাঁটুপানিতে রাত কাটিয়েছেন, যারা আওয়ামী পুলিশের সহযোগিতায় আপনাদের সন্তান ও স্ত্রীর ওপর নির্যাতন করেছে, তাদের সামনে নিয়ে আসেন। তারা যেন আর কখনোই আমার সামনে না আসে। আমাকে মন্ত্রী বানালেও আমি সেই হাঁটুপানির মানুষদের কথা ভুলব না।’

জয়নুল আবদীন ফারুক বলেন, ‘দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার পাশাপাশি আগামীতে যে নির্বাচন হবে, তাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিসহ আন্দোলনরত সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠন হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুকের মেয়ে সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপিত ও কেন্দ্রীয় মহিলা দলের প্রচার সম্পাদক তামান্না ফারুক সীমা, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারিসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অস্ত্র দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে

আপডেট টাইম : ০৬:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের চোখ-কান-নাক খোলা রাখতে হবে। অস্ত্র দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’
আজ রবিবার সকালে নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগের সাহাপুরে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে ৮৩ জন অসহায় পরিবারের মাঝে ৮৩ বান্ডেল ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জয়নুল আবদীন ফারুক বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সম্মান রক্ষা করেছেন। তিনি শুধু একজন নন্দিত নেতা নন বরং পৃথিবীর ইতিহাসে একটি জলন্ত উদাহরণ সৃষ্টি করেছেন।’

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের লজ্জা হওয়া উচিত। যাদের জন্য কবরস্থানে বা হাঁটুপানিতে রাত কাটিয়েছেন, যারা আওয়ামী পুলিশের সহযোগিতায় আপনাদের সন্তান ও স্ত্রীর ওপর নির্যাতন করেছে, তাদের সামনে নিয়ে আসেন। তারা যেন আর কখনোই আমার সামনে না আসে। আমাকে মন্ত্রী বানালেও আমি সেই হাঁটুপানির মানুষদের কথা ভুলব না।’

জয়নুল আবদীন ফারুক বলেন, ‘দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার পাশাপাশি আগামীতে যে নির্বাচন হবে, তাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিসহ আন্দোলনরত সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠন হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুকের মেয়ে সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপিত ও কেন্দ্রীয় মহিলা দলের প্রচার সম্পাদক তামান্না ফারুক সীমা, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারিসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।