ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টঙ্গীর জোড় ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ৩ বার

টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমায় আব্দুল হাকিম আকন্দ (৭২) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। আব্দুল হাকিম আকন্দ ফরিদপুর জেলার নগর কান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা।

আজ শনিবার জোড় ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মুরুব্বি নাঈম শাহের বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় এ বছরের জোড় ইজতেমা। আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার শেষ হবে জোড় ইজতেমা প্রথম পর্ব। এই জোড় ইজতেমায় দেশ-বিদেশের চিল্লাধারী মুসল্লিরা অংশগ্রহণ করছেন। জোড় ইজতেমায় প্রায় দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন।

তিনি আরও জানান, আজ শনিবার সকাল পর্যন্ত ১৮টি দেশ থেকে মোট ২৫৭ জন মেহমান ইজতেমা মাঠে এসেছেন। তারা হলেন-ইয়েমেন থেকে ২৭, নরওয়ে থেকে ১, পাকিস্তান থেকে ৬১, সৌদি আরব থেকে ১৪, সিরিয়া থেকে ১, অস্ট্রেলিয়া থেকে ১৩, ইংল্যান্ড থেকে ৯, কিরিগিজস্তান থেকে ১৭, সিয়েরালিওন থেকে ২, জার্মানি থেকে ২, জাপান থেকে ২, যুক্তরাষ্ট্র থেকে ২, ইতালি থেকে ৫, কানাডা থেকে ৩, আফগানিস্তান থেকে ৭, ভারত থেকে ৮৯, চীন থেকে ১ ও দুবাই থেকে ১ জন রয়েছেন।

শনিবার বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের রাইব্যান্ডের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টার পর থেকে শুরু হয় কারগুজারির আমল। বাদ আছর বয়ান করবেন মাওলানা ফারুক। বাদ মাগরিববয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা।

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ১ ফেব্রুয়ারি শুরায়ে নেজাম তথা বাংলাদেশের মাওলানা জোবায়ের আহমদ অনুসারীরা ইজতেমা পালন করবেন।

মাঝখানে ৪ দিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা পালন করবে দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

টঙ্গীর জোড় ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

আপডেট টাইম : ০৬:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমায় আব্দুল হাকিম আকন্দ (৭২) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। আব্দুল হাকিম আকন্দ ফরিদপুর জেলার নগর কান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা।

আজ শনিবার জোড় ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মুরুব্বি নাঈম শাহের বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় এ বছরের জোড় ইজতেমা। আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার শেষ হবে জোড় ইজতেমা প্রথম পর্ব। এই জোড় ইজতেমায় দেশ-বিদেশের চিল্লাধারী মুসল্লিরা অংশগ্রহণ করছেন। জোড় ইজতেমায় প্রায় দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন।

তিনি আরও জানান, আজ শনিবার সকাল পর্যন্ত ১৮টি দেশ থেকে মোট ২৫৭ জন মেহমান ইজতেমা মাঠে এসেছেন। তারা হলেন-ইয়েমেন থেকে ২৭, নরওয়ে থেকে ১, পাকিস্তান থেকে ৬১, সৌদি আরব থেকে ১৪, সিরিয়া থেকে ১, অস্ট্রেলিয়া থেকে ১৩, ইংল্যান্ড থেকে ৯, কিরিগিজস্তান থেকে ১৭, সিয়েরালিওন থেকে ২, জার্মানি থেকে ২, জাপান থেকে ২, যুক্তরাষ্ট্র থেকে ২, ইতালি থেকে ৫, কানাডা থেকে ৩, আফগানিস্তান থেকে ৭, ভারত থেকে ৮৯, চীন থেকে ১ ও দুবাই থেকে ১ জন রয়েছেন।

শনিবার বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের রাইব্যান্ডের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টার পর থেকে শুরু হয় কারগুজারির আমল। বাদ আছর বয়ান করবেন মাওলানা ফারুক। বাদ মাগরিববয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা।

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ১ ফেব্রুয়ারি শুরায়ে নেজাম তথা বাংলাদেশের মাওলানা জোবায়ের আহমদ অনুসারীরা ইজতেমা পালন করবেন।

মাঝখানে ৪ দিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা পালন করবে দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারীরা।